https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
প্রথম ম্যাচে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ দল। এমন পরিকল্পনা নিয়েই নিজেদের বিশ্বকাপ মিশনে যায় টাইগাররা। বিশ্বকাপ খেলতে যাবার আগে জ্বালানী হিসেবে পেয়েছিল আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ট্রফি জয়ের স্বাদ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে টাইগাররা নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান জড়ো করে স্কোরবোর্ডে। ৩৩০ রানের পাহাড় দক্ষিণ আফ্রিকাকে চাপিয়ে দেয়ার পর সেখান থেকে আর বের হতে পারেনি প্রোটিয়ারা। ফলে বাংলাদেশ দল জয় পায় ২১ রানের।
বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন জয়ের পর টাইগারদেরকে ক্রিকেটের সত্যিকারের পরাশক্তি হিসেবে আখ্যা দিয়ে একটু টুইট করেন সাবেক ক্যারিবিয়ান তারকা ইয়ান বিশপ। তিনি টুইট বার্তায় লিখেন, ‘বাংলাদেশ দলের শক্তিমত্তা সম্পর্কে এতদিন ধরে যা জেনে আসছি তারা সেটা পুনরায় নিশ্চিত করলো। বিশ্ব ক্রিকেটে যে তারা সত্যিকারের পরাশক্তি সেটা তারা প্রমান করেছে।’
Bangladesh are re-confirming what we’ve known for a few years now. They are a team showing that they are a genuine force in the World game.
— Ian bishop (@irbishi) June 2, 2019