বাংলাদেশ সফরের আগে জিম্বাবুয়ের হুঙ্কার!

মারুফ ইসলাম ইফতি »

চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল।বাংলাদেশ সফরের আগে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে বাংলাদেশকে বড়সড় হুঙ্কার দিয়ে রাখলো জিম্বাবুয়ে।

সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানে হারলেও সিরিজের শেষ টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে দাপুটের সাথে ড্র করেছে জিম্বাবুয়ে তাতে করে অকপটে স্বিকার করাই জিম্বাবুয়ের চলতি মাস থেকে শুরু হতে যাওয়া হোম সিরিজটি টাইগারদের জন্য খুব একটা সহজ হচ্ছে না।শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে জিম্বাবুয়েকে।

সময়টা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব একটা ভাল যাচ্ছে না, বাইশ গজে ধারাবাহিক ভাবে ব্যর্থতার ষোলকলা পূর্ন করছে বাংলাদেশ।টাইগারদের খারাপ এই সময়টায় নিজেদের সেরা সময়ের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ সফরে ভাল করার হুঙ্কার জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামসের।

বাংলাদেশ সফর নিয়ে কথা বলার একপর্যায়ে জিম্বাবুয়ের অধিনায়ক জানানঃ হারারে টেস্টে আমরা ভাল করেছি, শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের বিপক্ষে আমরা সমানে সমান লড়েছি।সিকান্দার রাজা ব্রেন্ডন টেইলর অসাধারণ ছিল পুরো সিরিজে।আমরা এখন ভাল একটি অবস্থায় আছি ব্যাটে-বলে।আশা করি আমাদের সেই ধারাবাহিকতা বাংলাদেশ সফরেও আমরা অব্যাহত রাখতে পারবো।এই সিরিজে স্পিনের বিপক্ষে আমাদের ব্যাটসমানরা ভাল করেছে।বাংলাদেশ সফরেও ওদের স্পিন সামলাতে আমাদের খুব একটা সমস্যা হবে না বলে আমি মনে করি।আশা করি বাংলাদেশ সফরে আমরা ভাল করবো।এই সিরিজের অভিজ্ঞতা আমাদের কাজে দিবে।

উল্লেখ্য,চলতি মাসের মাঝামাঝি সময়ে সব ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে জিম্বাবুয়ে।
সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে, দুটো টি-টুয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে সফরকারীরা।
২২ই ফেব্রুয়ারি একমাত্র টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে। এরপর ১,৩ ও ৬ মার্চ টাইগারদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা।
৯ ও ১১ মার্চ সফরের শেষ সিরিজ টি-টুয়েন্টি ফরম্যাটে খেলে বাংলাদেশ ত্যাগ করবে সফরকারীরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »