ক্রীড়া প্রতিবেদক »
এশিয়া কাপে হংকং এর বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়েছিল রবীন্দ্র জাদেজা। যার ফলে মিস করেছেন টি -টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশ সফরে তার নাম থাকলেও শেষ পর্যন্ত তিনি আসবেন কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। ইনজুরি থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন নি এই অলরাউন্ডার।
চেতন শর্মার নেতৃত্বে বিসিসিআইয়ের নির্বাচক প্যানেল জানিয়েছিল, ফিটনেস টেষ্ট উতরাতে পারলেই বাংলাদেশ সফরে যাবেন জাদেজা। তবে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে চেতন শর্মা জানায়,বাংলাদেশ সফরে যাওয়ার সম্ভাবনা খুবই কম জাদেজার৷ সেক্ষেত্রে দলে কে সুযোগ পেতে পারেন?
বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে সূর্য কুমার যাদব এর নাম। ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন এই ব্যাটার৷ কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে ভারতের হয়ে টেষ্ট খেলার ইচ্ছে পোষণ করেছিল এই হার্ডহিটার ব্যাটার। এছাড়াও সরফরাজ খানেরও সুযোগ মিলতে পারে জাদেজার পরিবর্তে৷