নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী পহেলা ডিসেম্বর ঢাকায় পা রাখবে ভারত জাতীয় ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দু’দলের দ্বিপাক্ষিক লড়াই।ওয়ানডে সিরিজের সব গুলো ম্যাচেই হবে দিবারাত্রি।
হোম অফ ক্রিকেট মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে গড়াবে আগামী ৪ ডিসেম্বর। ৭ ও ১০ ডিসেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। এর আগে ১ তারিখে বাংলাদেশে পা রাখার পর, ২ ও ৩ ডিসেম্বর মিরপুরে অনুশীলন করবে ভারত।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়, শেষ হবে রাত সাড়ে ৮টায়।
ঢাকায় ওয়ানডে সিরিজ শেষ করেই বন্দর নগরী চট্টগ্রামে চলে যাবে দু’দল। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১৪ই ডিসেম্বর সকাল ৯টায়।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি হবে মিরপুরে আগামী ২২ ডিসেম্বর।দ্বিপাক্ষিক সিরিজ শেষ করে আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ ছাড়বে কোহলি-রোহিতরা