বাংলাদেশ দল এখন কারো একার উপর নির্ভরশীল নয়

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

এবারের বিশ্বকাপে লাল-সবুজের জার্সিতে এখন পর্যন্ত সবচেয়ে সফল ক্রিকেটার হিসেবে নাম রয়েছে সাকিব আল হাসানের। প্রথম দুইম্যাচেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার পরের দুই ম্যাচে শতক ছাড়ানো ইনিংস। বল হাতেও দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন দুই ম্যাচে। বৃহস্পতিবার তাই বাংলাদেশ দলের বাজির ঘোড়া হতে পারেন সাকিবই।

বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম জয়ের পর টানা দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল টাইগাররা। তবে এরপরই উইন্ডিজের বিপক্ষে রেকর্ড গড়ে জয়ের পর স্বভাবতই অজিদের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে ওঠে দলের পারফরম্যন্স নিয়ে।

বাংলাদেশ দল কী ওয়ান ম্যান আর্মি ? এমন প্রশ্নের জবাবে মাশরাফির জবাব, ‘না না মোটেও তা নয়। এমন কেন হবে। বাংলাদেশ দল ওয়ান ম্যান আর্মি নয়। সাকিব দুর্দান্ত ফর্মে রয়েছে, অসাধারণ খেলছে সে। প্রতি ম্যাচেই ব্যাট-বল হাতে পারফর্ম করে দলের জন্য অবদান রাখছে। তাই বলে দল তার একার পারফরম্যান্সের উপর নির্ভর করে নেই। আমার মনে হয় আরও কার্যকর পারফর্মার আছে যারা অবদান রাখছে।’

‘সাইফউদ্দিন-মুস্তাফিজ দলকে প্রায় সময়ই ভালো সার্ভিস দিচ্ছে। বল হাতে মিরাজও ভালো করছে। লিটন ব্যাট হাতে গত ম্যাচে অসাধারণ পারফর্ম করেছে। তামিম গত ম্যাচে ভালো স্টার্ট পেয়েছিল সৌম্য লম্বা ইনিংস না খেলতে পারলেও শুরুটা পাচ্ছে। মুশফিকও নিজের মত করেই খেলে যাচ্ছে। তাই আমার মনে হয় না দল এখন কারো একার উপর নির্ভরশীল।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »