সাজিদা জেসমিন »
পাকিস্তান -বাংলাদেশ সিরিজ নিয়ে চলছিলো নানান দ্বন্দ্ব। বিভিন্ন বাকবিতণ্ডার পর অবশেষে একই সিদ্ধান্ত পৌঁছেছে বিসিবি ও পিসিবি। অবশেষে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফরে যাচ্ছে। ৩ দফায় হবে এ-ই সফর। সেখানে ৩টি টি-২০, ২টি টেস্ট ও ১টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।
আজ ১৪ই জানুয়ারি, দুবাইতে বিসিবি সভাপতিবপাপন এবং পিসিবি সভাপতি মানি মিলে একটি বৈঠকে এ-ই সিরিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন৷ সাথে ছিলেন পিসিবির সিইও ওয়াসিম খান। এবং সার্বক্ষণিক সহযোগিতায় ছিলেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।
নতুন করে বৈঠকের ভিত্তিতে বাংলাদেশ ৩ দফায় পাকিস্তান সফরে যাবে। লাহোরে টি-২০ ম্যাচ হবে ২৪-২৭ জানুয়ারি। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ২টি টেস্টের প্রথমটি খেলবে ৭-১১ ফেব্রুয়ারি। ম্যাচটি হবে রাওলপিন্ডিতে। এরপর পিএসএল এ-র আসর শেষে ৩ এপ্রিল হবে প্রথম ওয়ানডে। এবং ৫-৯ এপ্রিল ২য় টেস্ট খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ।
পাকিস্তান-বাংলাদেশ সফর চূড়ান্ত হওয়ার ব্যাপারে এহসান মানী গণমাধ্যমে বলেন, ‘আমি অনেক আনন্দিত যে আমরা বেশ ভালো একটি সিদ্ধান্তে এসেছি যেটি ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমাদের মত দুটি গর্বিত ক্রিকেট খেলুড়ে দেশকে একই সিদ্ধান্তে উপনিত করেছে। আমি আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। দু’দেশে খেলাধুলা অব্যাহত রাখা ও সমৃদ্ধ নিশ্চিত করণের জন্য তিনি যথেষ্ট সহায়তা করেছেন।’
এক নজরে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর সূচিঃ
১ম দফাঃ
১ম টি-টোয়েন্টি – ২৪ জানুয়ারি – লাহোর
২য় টি-টোয়েন্টি – ২৫ জানুয়ারি – লাহোর
৩য় টি-টোয়েন্টি – ২৭ জানুয়ারি – লাহোর
২য় দফাঃ
১ম টেস্ট – (৭-১১) ফেব্রুয়ারি – রাওলপিন্ডি
৩য় দফাঃ
১টি ওয়ানডে – ৩ এপ্রিল – করাচি
২য় টেস্ট – (৫-৯) এপ্রিল – করাচি