বাংলাদেশ-আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

ঘরের মাঠ আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। সে ধারা অব্যাহত ছিল ইংল্যান্ড সিরিজেও। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলেও বাকি চার ম্যাচের তিনটিতেই প্রথমে ব্যাট করে বড় স্কোর গড়ে হেরেছে তারা। অন্যদিকে শেষ ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে স্কোর করেছিল পাহাড়সম।

পাকিস্তানের কোচ মিকি আর্থার মনে করছেন ঠিকমত ফিল্ডিং করতে পারেনি তার দল। ফলে প্রতিপক্ষের রানের লাগাম টেনে ধরা যাচ্ছে না। তাই বিশ্বকাপের আগে দলের এমন অবস্থায় হতাশাও প্রকাশ করেন তিনি।

আর্থার বলেন, ‘দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে ফিল্ডিং। আমাদের ফিল্ডিং খুবই হতাশাজনক ছিল। সাউদাম্পটন এবং নটিংহ্যামের ম্যাচ দুটিতে ফলাফল যেকোনো দলের পক্ষেই যেতে পারতো। আমরা আমাদের বাজে ফিল্ডিংয়ের জন্য পিছিয়ে ছিলাম।’

‘সামনে আমরা দুটি ম্যাচ পাচ্ছি নিজেদের গুছিয়ে নেয়ার জন্য। প্রস্তুতি ম্যাচ দুটি খেলে আমরা মূল লড়াইয়ে নামবো। ছেলেদের আমি খুব আশাবাদী। আমাদের যে জায়গাগুলোতে উন্নতি দরকার আমরা দ্রুতই উন্নতি করতে পারবো আশা করি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »