বাংলাদেশ-আফগানিস্তান দু’দলের সেরা পাচঁ বোলারের পরিসংখ্যান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মঙ্গলবার ত্রি-দেশীয় টি-২০ ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। এই নিয়ে সপ্তমবারের মতো টি-২০তে মুখোমুখি হতে যাচ্ছে দু’দল। আগের ৬ম্যাচে ৪টিতে জয় আফগানদের আর টাইগারদের ২টিতে। এই সিরিজে দু’বারের দেখায় জয়ের পাল্লা সমানে সমান। এর আগে ছয় ম্যাচে এই দু’দলের হয়ে সেরা পাঁচ বোলারের কিছু পরিসংখ্যান জেনে নেই।

সেরা বোলারদের সবার উপরে রয়েছে আফগানদের অধিনায়ক রাশিদ খান। ৫ ম্যাচে আফগানিস্তানের অধিনায়কের দখলে ১২উইকেট। সেরা বোলিং ১২ রানে ৪ উইকেট। ইকোনমিরেট ৫ দশমিক ৫০।

আফগানিস্তান অধিনায়কের পরের স্থানটা বাংলাদেশ কাপ্তান সাকিব আল হাসানের। ৬ ম্যাচে তার দখলে ৮ উইকেট। ৫ দশমিক ২৬ ইকোনমিরেটে বোলিং করা মি:৭৫ এর সেরা পারফরমেন্স ৮ রান দিয়ে ৩ উইকেট।

তৃতীয় স্থানটা আফগান আরেক স্পিনার মুজিব উর রহমানের। ৫ ম্যাচে এই স্পিনারের দখলে ৭ উইকেট। সেরা বোলিং ১৫ রানে ৪ উইকেট। ইকোনমিরেট ৪ দশমিক ৭০।

স্পিনারদের আধিপত্য থাকলেও ৪-৫ এর স্থানটা পেস বোলারদের দখলে। ৪ নম্বরে রয়েছেন টাইগার পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ২ ম্যাচে ৭ দশমিক ০ ইকোনমিরেটে নিয়েছেন ৫ উইকেট। সেরা বোলিং ৩৩ রানে ৪ উইকেট।

পাঁচ নম্বরে আফগান ফাস্ট বোলার শাপুর জাদরান। দলে জায়গা না পেলেও এই পেসার ৩ ম্যাচে নিয়েছে ৪ উইকেট। ৪০ রানে ৩ উইকেট সেরা বোলিং তার। তবে ইকোনমিরেট ৯ দশমিক ৮৮।

সমান উইকেট নিয়ে মোহাম্মদ নবী আছে তালিকার ৬ নম্বরে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »