বাঁচা-মরার লড়াইয়ে ভারতের বিপক্ষে নামছে টাইগাররা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

ক্রিকেট বিশ্বের সেরা দশ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর। টুর্নামেন্ট থেকে ইতোমধ্যেই চারটি দল ছিটকে গেলেও এখনও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। নিজেদের ৭ ম্যাচে তিন জয় এবং এক ম্যাচ বৃষ্টি বাধায় পড়াতে বাংলাদেশের পয়েন্ট এখন ৭। সেমি ফাইনালে যেতে হলে বাংলাদেশকে অবশ্যই জিততে হবে ভারতের বিপক্ষে। শুধু ভারতকেই হারালে চলবে না। পাকিস্তানের বিপক্ষেও জয় পেতে হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের দিকে। সেখানে যদি ইংল্যান্ড হারে তাহলেই কেবল সেমি ফাইনালের স্বপ্ন পূরণ হবে টাইগারদের।

বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। টপ অর্ডারে সৌম্য সরকার ও তামিম ইকবাল শুরুটা কিছুটা ভালো করে দিয়ে যেতে পারলেও বড় স্কোর গড়তে ব্যর্থ সৌম্য। অন্যদিকে তামিমের মন্থর ব্যাটিং যেন অশনি সঙ্কেত। তাই টপ অর্ডারে সৌম্য তামিমের জ্বলে উঠতে হবে ভারতের বিপক্ষে। অন্যদিকে ভারতের বিপক্ষে সব সময়ই ভালো করা মুস্তাফিজ আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন এই ম্যাচে।

বাংলাদেশ দলের হয়ে স্পটলাইটে থাকছেন সাকিব আল হাসান। অন্যদিকে মুশফিকুর রহিম ব্যাট হাতে দলের ত্রাতা হয়ে আবির্ভূত হতে পারেন এই ম্যাচে। বল হাতে বাজির ঘোড়া হতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএলের অভিজ্ঞতা হতে পারে এক্ষেত্রে প্রধান অস্ত্র।

এবারের আসরে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে ভারত। দুর্দান্ত ব্যাটিং লাইনআপের সাথে বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় পেসাররা। হট ফেভারিট ভারত এবারের বিশ্বকাপে সাত ম্যাচে জয় পেয়েছে ৫টিতে। তাছাড়া এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়াতে ভারতের পয়েন্ট এখন ১১। বাংলাদেশের বিপক্ষে জিতে তাই ভারত চাইবে সেমি ফাইনালের টিকিট আগেই নিশ্চিত করতে।

ভারতের স্পটলাইটে থাকবেন ওপেনার রোহিত শর্মা। অধিনায়ক বিরাট কোহলি নিজের দিনে যেকোনো দলকেই গুড়িয়ে দিতে পারেন। তাই বাড়তি নজর থাকবে কোহলির দিকেও। বল হাতে মোহাম্মদ শামি তিন ম্যাচে ঝুলিতে নিয়েছেন ১৩ উইকেট। তাই শামির সুইং নজর কাড়তে পারে ম্যাচে।

মঙ্গলবার বিকাল ৩টা ৩০ মিনিটে বার্মিংহামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস, মাছরাঙা টিভি, গাজি টিভি এবং বিটিভি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »