নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বলের অবস্থা পরিবর্তন করার জন্য নিকোলাস পুরানকে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত ১১’ই নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সময়ে থাম্বনেইল দিয়ে বল ঘষার সময় ক্যামেরায় ধরা পরেন পুরান।
আইসিসির আচরণবিধির ২.১.৪ অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে এই শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিধি অনুসারে তিনি ২টি টেস্ট অথবা ৪টি একদিনের আন্তর্জাতিক বা টি২০ ম্যাচ খেলতে পারবেননা।
এ সময় পুরান খেলতে পারবেননা চলমান সিরিজের ৩টি টি২০ সহ ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম টি২০ ম্যাচ।
ফিল্ড আম্পায়ার বিসমিল্লাহ শেনওয়ারী, আহমেদ দুরানী, থার্ড আম্পায়ার আহমেদ পেক্টিন এবং চতুর্থ আম্পায়ার ইজাতুল্লাহ শাফির কাছে পুরান এ অপরাধ স্বীকার করেছেন। এবং ম্যাচ রেফারি ক্রিস বোর্ডের প্রস্তাবিত অনুমোদন মাথা পেতে মেনে নিয়েছেন তিনি৷
এ বিষয়ে শাস্তি মেনে নিয়ে এ থেকে শিক্ষা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পুরান বলেন, ‘ সোমবার লাকনাওতে যা ঘটেছিলো তার জন্য আমি আমার ভক্ত সমর্থক, সতীর্থ এবং আফগানদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আইসিসির শাস্তি মেনে নিয়েছি। আমি সকলকে আশ্বস্ত করতে চাই এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, কখনও এর পুনরাবৃত্তি হবেনা। আমি এর থেকে শিক্ষা নিয়ে ভালোভাবে ফিরবো।