বর্ষসেরা ব্রেক থ্রু অ্যাথলেট নির্বাচিত হলেন স্বর্ণজয়ী রোমান সানা

সাজিদা জেসমিন »

রোমান সানা- আর্চারি রূপকথার নায়ক। আর্চারিতে স্বর্ণপদক জিতে পূর্বেই দেশের পতাকা তুলে ধরেছেন বিশ্বমঞ্চে। এবার যোগ হলো আরো নতুন কৃতিত্ব। বিশ্ব আর্চারির ২০১৯ সালের বর্ষসেরা ব্রেক থ্রু অ্যাথলেট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের স্বর্ণ জয়ী আর্চার রোমান সানা।

আর্চারির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক এটির নির্বাচনকার্য পরিচালনা করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ২০১৯ সালের বর্ষসেরা নির্বাচনের জন্য গতমাসে তাদের নিজস্ব ওয়েবসাইটে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল সংস্থাটি। যার মধ্যে রিকার্ভ (ছেলে) ও ব্রেক থ্রু ক্যাটাগরিতে ছিলেন রোমান । রিকার্ভে সফল হতে না পারলেও ব্রেক থ্রু ক্যাটাগরিতে সেরা হয়েছেন রোমান।

বিগত বছরে আর্চারিতে দারুণ সফল ছিলেন রোমান সানা। এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং আর্চারিতে ব্যক্তিগত রিকার্ভে জিতেছেন স্বর্ণপদক। বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে পেয়েছেন ব্রোঞ্জ পদক। যার ফলস্বরূপ ১ম বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন ২০২০ টোকিও অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ। ২০১৯ এর ডিসেম্বরে এসএ গেমসে আর্চারি ইভেন্টে স্বর্ণপদক এনে দেন দেশকে। ব্যক্তিগত ও দলীয় ইভেন্ট মিলিয়ে ৩টি স্বর্ণ পদক জেতেন রোমান।

আর এবার নির্বাচিত হলেন বর্ষসেরা ব্রেক থ্রু অ্যাথলেট হিসেবে। তার সাথে অন্য ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডারিক। তিনি পেয়েছেন বর্ষসেরা কোচের পুরস্কার।

গত ৯ ই ফেব্রুয়ারি (রবিবার) রাতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশ্ব ইনডোর আর্চারি চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে তালিকা প্রকাশ করা হয়৷ এতে ব্রেক থ্রু অ্যাথলেট হিসেবে রোমান সানা ও কোচ হিসেবে ফ্রেডারিকের নাম ঘোষণা করা হয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »