বরিশালের বিপক্ষে খুনে মেজাজে মাঠে নামতে চায় ম্যাথু ফোর্ড

নিউজ ডেস্ক »

কাগজে-কলমে এগিয়ে থাকলেও দুর্দান্ত ঢাকার বিপক্ষে বিপিএলের এবারের আসরের শুরুটা ভালো হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। বর্তমান চ্যাম্পিয়নদের হারতে হয়েছে তুলনামূলক দূর্বল ঢাকার সঙ্গে। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। কাউকে হালকাভাবে না নিয়ে খুনে মেজাজে মাঠে নামতে চান কুমিল্লার ম্যাথু ফোর্ড।

 

বিপিএলের সবশেষ আসরে প্রথম তিন ম্যাচ হারলেও পরের সবগুলো জিতে শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল কুমিল্লা। এবারের মৌসুমের শুরুটাও হয়েছে হার দিয়ে। ঢাকার বিপক্ষে হারার পর লিটন দাস জানিয়েছিলেন, আমরা প্রথম ম্যাচ হেরে যাই। হারটা নাকি তাদের সৌভাগ্য। লিটনকে অবশ্য কথা বলেছিলেন প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

 

এদিকে এমন গল্প ক্রিকেটারদের কাছে শুনেছেন ফোর্ডও। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার অবশ্য মনে করেন ঢাকার বিপক্ষে তারা ভালো ক্রিকেট খেলতে পারেননি। ফোর্ড বলেন, ‘অবশ্যই, আমরা প্রথম ম্যাচ হেরেছি। আমি ছেলেদেরকাছে শুনেছি আমাদের নাকি প্রথম ম্যাচ হারার ইতিহাস আছে।’আমাদের প্রথম ম্যাচটা ভালো হয়নি তাই এখন আমাদের সেরাটা খেলতে হবে। আমরা হেরেছি কিন্তু লড়াই করেছি। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। হারলেও আমরা সামনে এগিয়ে যেতে পারি।’

 

 

 

জানুয়ারি বরিশালের বিপক্ষে খেলতে নামবে কুমিল্লা। যারা কিনা প্রথম ম্যাচেই ফেভারিট রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়েছে। কাউকে হালকাভাবে না নিয়ে প্রতিটি ম্যাচ জয়ের আশা ফোর্ডের। সেই সঙ্গে দল হিসেবে প্রতি ম্যাচে সাফল্য পাওয়া নিয়ে আলোচনা করতে চান তারা।

 

ফোর্ড বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচই জিততে চাই। দল হিসেবে আমাদের কি করা প্রয়োজন সেটা নিয়ে আমরা পেছনে বিশ্লেষণ এবং আলোচনা করতে চাই। আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না। আমরা মাঠে খুনে মানসিকতা নিয়েই মাঠে নামব এবং আমাদেরকে নির্দিষ্ট সেই দিনে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।’

 

 

বিপিএলে নিজের লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার বলেন, ‘অবশ্যই, আমার ব্যক্তিগত লক্ষ্য হচ্ছে ভিক্টোরিয়ান্সের হয়ে ট্রফি উঁচিয়ে ধরা। আমি এবং ছেলেরা সবাই একইভাবে ভাবছি। এটা নিয়ে আমরা সবাই কাজ করছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »