বরিশালের কাছে হেরে খুলনার প্রথম পরাজয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারের আসরের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে খুলনা টাইগার্স। শনিবার (০৩ ফেব্রুয়ারি) সিলেটে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৫ উইকেটে হেরেছে খুলনা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি খুলনার ব্যাটাররা। ৮৮ রানে ৭ উইকেট হারায় খুলনা। অষ্টম উইকেট জুটিতে মোহাম্মদ নাওয়াজ ও ফাহিম আশরাফের ঝড়ো গতির ৬৭ রানের জুটিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ পায় খুলনা টাইগার্স। ফাহিম ১৩ বলে ৩২ ও নাওয়াজ অপরাজিত ২৩ বলে ৩৮ রান করেন। বরিশালের শোয়েব মালিক ও তাইজুল ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শোয়েব মালিক ও মেহেদি হাসান মিরাজের দারুণ ব্যাটিংয়ে দুই বল হাতে রেখে ১৯.৪ ওভারে ৫ উইকেটে ১৫৬ রান তুলে জয় নিশ্চিত করে বরিশাল। মিরাজ ১৫ বলে ৩১ ও শোয়েব মালিক অপরাজিত ২৫ বলে ৪১ রান করে। খুলনার ফাহিম আশরাফ ৩টি ও নাসুম আহমেদ ১টি উইকেট নেন।

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »