নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা পেস বোলার ধরা হয় জসপ্রিত বুমরাহকে। অনেকে তাঁকে ভারতের সর্বকালের সেরা পেসার বলতেও দ্বিধা বোধ করেন না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুমরাহকে খুব কাছ থেকে দেখেছেন সাবেক কিউই পেসার শেন বন্ড। দলটির বোলিং কোচের ভূমিকায় লম্বা সময় ধরেই আছেন তিনি। সম্প্রতি বুমরাহকে তিনি বন্দুক বলে অবহিত করেছেন।
শুধু তাই নয় বন্ডের বিশ্বাস বিশ্বের সেরা পেসার হিসবে নিজেকে প্রতিষ্ঠিত করার আগ্রহ রয়েছে বুমরাহর। তাঁর নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে বলেও মনে করেন বন্ড। তিনি এ প্রসঙ্গে বলেছেন,”আমি মনে করি নিজেকে বিশ্বের সেরা বোলার হিসেবে প্রতিষ্ঠিত করার ইচ্ছে রয়েছে তাঁর। সে একজন সেরা পেসার। সে বন্দুকের ন্যায়। সে খুব দ্রুত গতিতে দৌড়ায় না। ধীরে ধীরে বোলিংয়ের জন্য দৌড় শুরু করে এবং দ্রুত ডেলিভারি করে। তবে তাঁর সোজা ডেলিভারিটা একটু অন্যরকম। কোন ছেলের জন্য এটি বড় কিছু নয় এবং সে দ্রুত দৌড়ায় না, তবে তাঁর বোলিং সত্যিই দ্রুত গতির।”
আইপিএলের ১৩তম আসরের শিরোপা জিতেছে মুম্বাই। দলটির শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন বুমরাহ। এবারের আসরে ১৫ ম্যাচে ২৭ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন তিনি। এর মধ্যে দুই ম্যাচে নিয়েছেন ৪টি করে উইকেট।