বদলি নেমে রেকর্ডের পাতায় জাকের আলি

মমিনুল ইসলাম »

বঙ্গবন্ধু বিপিএলের আজকের রাজশাহী রয়্যালসের বিপক্ষে ঢাকা প্লাটুনের একাদশে জায়গা হয়নি জাকের আলি অনিকের। তবে রাজশাহীর বিপক্ষে কিপিং করার জন্য আনামুল বিজয়ের বিপক্ষে খেলতে নামেন। বিজয়ের বদলি হিসেবে নেমে ডিসমিসালের রেকর্ড গড়েন তিনি।

ইনিংসের চতুর্থ ওভারে আনামুল বিজয়ের বদলি হিসেবে মাঠে নামেন জাকের আলি। আর সে ওভারে বল করতে আসেন ওয়াহাব রিয়াজ। চতুর্থ ওভারেই তুলে নেন তিন উইকেট। ঐ ওভারে লিটন দাস, শোয়েব মালিক ও অলক কাপালির ক্যাচ নেন জাকের আলি। এরপরে সপ্তম ওভারে লুইস রিচের বলেও নেন একটি ক্যাচ।

এরপর একাদশতম ওভারে এসে আন্দ্রপ রাসেলের ক্যাচ নিয়ে পাঁচ ডিসমিসাল পূরণ করেন জাকের আলি। তার এক ওভার পরেই ধরেন নাহিদুল ইসলামের ক্যাচ। যা ছিলো ইনিংসের ষষ্ঠ ডিসমিসাল। আর তাতেই রেকর্ডের পাতায় নাম উঠে যায় জাকের আলির।

উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড আছে উপল ফার্নান্দোর। ২০০৫ সালে লঙ্কান ক্রিকেট ক্লাবের হয়ে ৭ টি ডিসমিসাল করেন। আর ছয়টি করে ডিসমিসলা আছে যুক্তরাষ্ট্রের আকিম ডডসন ও ভারতপী আদিত্য তারের। আর এখন ইতিহাসের চতুর্থ উইকেট কিপার হিসেবে ৫ এর অধিক ডিসমিসাল করলেন জাকের।

প্রথম বাংলাদেশি উইকেট রক্ষক হিসেবে পাঁচ ডিসমিসালের রেকর্ড গড়লেন জাকের আলি। এর আগে দুই বিদেশি হিসেবে পাঁচ ডিসমিসাল ছিলো মোহাম্মদ শেহজাদ ও উমর আকমালের । চারটি করে ডিসমিসাল আছে মুশফিকুর রহিম, আনামুল বিজয় ও রনি তালুকদারের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »