বড় সংগ্রহ করে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি২০ বিশ্বকাপ ২০২৪ এর ১৭তম ম্যাচে গত রাতে ইংল্যান্ডের বিপক্ষে ২০১ রানের বড় সংগ্রহ গড়ে ৩৬ রানের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন এডাম জাম্পা।

আইপিএলে অফফর্মে ছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু জাতীয় দলের হয়ে খেলতে নেমেই প্রথম ম্যাচে ফিফটি করার পর গতকাল হেডের সাথে উদ্বোধনী জুটিতে মাত্র ৫ ওভারে ৭০ রানের জুটি গড়ে নিজে মাত্র ১৬ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। হেড ১৮ বলে ৩৪, মার্শ ২৫ বলে ৩৪, ম্যাক্সওয়েল ২৫ বলে ২৮, স্টইনিস ১৭ বলে ৩০ ও ম্যাথু ওয়েড ১০ বলে ১৭ রানের ইনিংস খেললে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে জর্ডান ৪৪ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন। মঈন আলী, আর্চার, রশিদ ও লিভিংস্টোন ১টি করে উইকেট শিকার করেন।

২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭৩ রান করে দারুণ শুরু করলেও জাম্পা, কামিন্স, হ্যাজেলউড, স্টইনিসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৬৫ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। বাটলার ২৮ বলে ৪২, সল্ট ২৩ বলে ৩৭, মঈন ১৫ বলে ২৫, লিভিংস্টোন ১২ বলে ১৫ ও ব্রæক ১৬ বলে অপরাজিত ২০ রান করেন। জাম্পা ২৮ রানের বিনিময়ে ২, কামিন্স ২৩ রানের বিনিময়ে ২, স্টইনিস ২৪ রানের বিনিময়ে ১ ও হ্যাজেলউড ২৮ রানের বিনিময়ে ১ উইকেট শিকার করেন। ম্যাক্সওয়েল ২ ওভারের ২২ ও স্টার্ক ৩ ওভারে ৩৭ রান ব্যয় করেন।

ওয়ার্নার ১৬ বলে ৩৯ রান, কামিন্স ২৩ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করলেও দুই ইংলিশ ওপেনারকে ফেরানো জাম্পা ২৮ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »