মারুফ ইসলাম ইফতি »
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সপ্তম আসরের পর্দা উঠবে আগামীকাল সিলেট থান্ডার ও চট্রগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচ দিয়ে।
বিপিএলের বিগত আসর গুলোতে সম্প্রচার মাধ্যম ও প্রযুক্তির ব্যবহার নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিপিএল গভার্নিং কাউন্সিলকে, আর তাই এবারের আসরে প্রযুক্তি ব্যবহারে গুণগত মানের কথা মাথায় রেখে অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহারে এবারের বিপিএলকে চমকপ্রদ ভাবে তুলে ধরার আশ্বাস দিয়েছে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন আজ সাংবাদিকদের মুখামুখি হয়ে বিপিএলের এবারের আসরের প্রযুক্তির গুনগত মান নিয়ে কথা বলেন।
নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান: এবারের বিপিএলের শুরু থেকেই স্প্রাইডার ক্যামেরা ও ড্রোন ক্যামেরার ব্যবহার থাকবে যেটা টেলিভিশনের সম্প্রচারকে আরো চমকপ্রদ করে তুলবে।এছাড়া বিগত আসর গুলোর তুলনায় এবারের প্রোডাকশনের ব্যাপারেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে।এছাড়া ধারাভাষ্যকার হিসেবেও থাকবে বিশ্ব ক্রিকেটের সব নামীদামী ধারাভাষ্যকার।
সবকিছু পরিকল্পনা মতো সম্পূর্ণ করা গেলে বিগত আসর গুলোর তুলনায় আরো চমকপ্রদ ভাবে এবারের বিপিএল উপহার দিতে পারবে বলে মনে করছে বিসিবিম