নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল। ইতিমধ্যে এবারের আসরের প্লেয়ার ড্রাফট শেষ। অংশগ্রহণকারী সাতটি দল এখন দল সাজাতে শুরু করে দিয়েছে। ড্রাফটের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গঠন করা হচ্ছে। এখন আবার শুনা যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল মাতাতে আসছেন পাকিস্তানের আহমেদ শেহজাদ।
রংপুর রেঞ্জার্সের হয়ে এবারের আসরে দেখা যাবে তাকে। দলটি ওপেনার হিসেবে ক্যারিবিয়ান তারকা শাই হোপ’কে দলে ভেড়ায়। তবে হোপ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে রয়েছে। তাই তাকে শুরুতে পাচ্ছে না রংপুর রেঞ্জার্স। তার ফলেই ওপেনার আহমেদ শেহজাদ’কে দলে ভেড়াচ্ছে দলটি।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন দলটির টেকনিক্যাল অ্যাডভাইজার হাবিবুল বাশার। আজ (শনিবার) সংবাদমাধ্যমেন সঙ্গে আলাপকালে জানিয়েছেন, ‘দলে বড় কোনো বিদেশি তারকা নেই। তাই আমরা অনেকের সাথে কথা বার্তা চালিয়ে যাচ্ছি। পাকিস্তানেন ব্যাটসম্যান আহমেদ শেহজাদ’কে দলে ভেড়ানোর চেষ্টা করছি।’
রংপুর রেঞ্জার্স স্কোয়াডঃ মুস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি , জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা, রিশাদ হোসেন, মোহাম্মদ নবি, শাই হোপ, ক্রিস গ্রেগরি ও ক্যামেরন ডেলপোর্ট।