বঙ্গবন্ধু টি-২০ কাপে এক নজরে সেরা দশ বোলার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথমবারের মতো আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় পেস বোলারদের আধিপত্য বিস্তার করতে দেখা গিয়েছে। পরিসংখ্যান ঘাটলে দেখা যায় প্রথম দশজনের মাঝে নয়জনই পেসার। তবে সেরা বোলিং ফিগার করতে দেখা গেছে বেক্সিমকো ঢাকার স্পিনার রবিউল ইসলাম রবি।

সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে ১০ ম্যাচে ২২ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট টেকার হয়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তার ইকোনমি রেটটাও চোখে লাগার মতো। ৬.২৫ ইকোনমি এবং ১১.০৪ বোলিং গড় তার।

এছাড়া ঢাকা দলের পেসার মুক্তার আলী ১৭ উইকেট নিয়ে দুইয়ে রয়েছেন এবং আসরের একমাত্র হ্যাটট্রিকের মালিক কামরুল ইসলাম রাব্বি ১৬ উইকেট নিয়ে আছেন তিন নাম্বার পজিশনে। এছাড়া ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে রবি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী স্পিনার।

এক নজরে সেরা দশ উইকেট শিকারী

১। মুস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ চট্টগ্রাম): ১০ ম্যাচে ২২ উইকেট, ইকোনমি: ৬.২৫।
২। মুক্তার আলী (বেক্সিমকো ঢাকা): ১০ ম্যাচে ১৭ উইকেট, ইকোনমি: ৯.১৯।
৩। কামরুল ইসলাম রাব্বি ( ফরচুন বরিশাল): ৯ ম্যাচে ১৬ উইকেট, ইকোনমি: ৮.৬৬।
৪। শরীফুল ইসলাম (গাজী গ্রুপ চট্টগ্রাম): ১০ ম্যাচে ১৬ উইকেট, ইকোনমি: ৮.০০।
৫। শহীদুল ইসলাম (জেমকন খুলনা): ৮ ম্যাচে ১৫ উইকেট, ইকোনমি: ৭.৬৩।
৬। রবিউল ইসলাম রবি (বেক্সিমকো ঢাকা): ৮ ম্যাচে ১৩ উইকেট, ইকোনমি: ৬.৯৪।
৭। হাসান মাহমুদ (জেমকন খুলনা): ৯ ম্যাচে ১১ উইকেট, ইকোনমি: ৭.১৫
৮। শফিকুল ইসলাম (বেক্সিমকো ঢাকা): ৮ ম্যাচে ১১ উইকেট, ইকোনমি: ৭.৭০।
৯। রুবেল হোসেন (বেক্সিমকো ঢাকা): ১০ ম্যাচে ১১ উইকেট, ইকোনমি: ৬.৪৯।
১০। মুকিদুল ইসলাম মুগ্ধ (মিনিস্টার রাজশাহী: ৮ ম্যাচে ১১ উইকেট, ইকোনমি: ৯.৩২।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »