বউয়ের ফিফটিতে পিএনজির লড়াকু সংগ্রহ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪ এর ২য় ম্যাচে স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে পাপুয়া নিউগিনি। দলের হয়ে ৪৩ বলে সর্বোচ্চ ৫০ রান করেন শেশে বউ।

 

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার টনি ওরা ২ ও তিনে নামা লেগা সিয়াকা ১ রান করে ফেরেন। অধিনায়ক আসাদ ভালা ও শেশে বউ ৩য় উইকেটে দলকে এড়িয়ে নেন। আসাদ ভালা ২২ বলে ২১ রান করে ফিরলেও বউ ৪৩ বলে ১ ছয় ও ৬ চারে ৫০ রান করে ফেরেন। শেষের দিকে কিপলিন ১৮ বলে অপরাজিত ২৭ ও চাদ সুপার ৯ বলে ১০ রান করলে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানে থামে পিএনজির ইনিংস।

 

উইন্ডিজের হয়ে ২টি করে উইকেট শিকার করেন আন্দ্রে রাসেল ও আলজারি জোসেফ। ১টি করে উইকেট শিকার করেন আকিল হোসেন, শেফার্ড ও গুদাকেশ মুতি।

 

ইনিংস বিরতি শেষে জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে ২০১৪ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন স্বাগতিক উইন্ডিজ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »