ফ্যান্টাস্টিক সাকিব

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

যদি আপনার সামনে প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়, এবারের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সেরা পারফর্মার কে? তাহলে শতভাগ নিশ্চিতভাবেই উত্তরটা আসবে সাকিব আল হাসানের নামটা। বাংলাদেশ এখন পর্যন্ত যে তিনটি ম্যাচ জিতেছে সব কয়টাতেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারটা উঠেছে তার হাতে।

দলের জন্য অবদান রাখার পাশাপাশি নিজের ব্যক্তিগত রেকর্ডের খাতাটাও বেশ মোটা করে তুলেছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। নিজের ক্যারিয়ারের সেরা বোলিংটাও করলেন আফগানদের বিপক্ষে। অন্যদিকে দুই সেঞ্চুরি, টানা পাঁচ ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রান কিংবা আসরের সেরা রান সংগ্রাহকের তালিকায় নিজের নাম তুলে ধরা সহ অনন্য সব রেকর্ড গড়ে গেছেন সাকিব। তাইতো আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে দলপতি মাশরাফি বিন মুর্তজা প্রশংসায় ভাসালেন সাকিবকে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাশ বলেন, ‘সাকিব এক কথায় বলে গেলে ফ্যান্টাস্টিক। পুরো টুর্নামেন্ট জুড়েই সে অসাধারণ। দলের জন্য সব করেছে সে। ব্যাট হাতে রান করার পাশাসি যখন প্রয়োজন পড়েছে উইকেটও নিয়েছে সে। এক কথায় দুর্দান্ত।’

সাকি-মুশফিকের জুটিটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। কেননা উইকেটটা মোটেও ব্যাটসম্যানদের পক্ষে ছিল না। তামিম শুরুটা ভালো করেছে। শেষের দিকে মোসাদ্দেকের ফিনিনশিংটা সাহস দিয়েছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »