শোয়েব আক্তার »
আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়কের পদটি যেন মিউজিক্যাল চেয়ার খেলার মতো চলছে।অধিনায়কের চেয়ার কে কেন্দ্র করে সবাই গোল হয়ে ঘুরছেন এবং যখন যিনি সুযোগ পাচ্ছেন তিনি বসে পড়ছেন!
স্বল্প সময়ে অসাধারণ উন্নতি করা আফগানিস্তান দলের নেতৃত্বে ছিলেন আসগর আফগান।কিন্ত দলের দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী ও রশিদ খাঁনের আপত্তি সত্ত্বেও বিশ্বকাপের আগে আফগানিস্তান ওডিআই দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয় গুলবাদিন নাইবের হাতে।এছাড়া টেস্ট অধিনায়ক করা হয় রহমত শাহ এবং টি-২০ অধিনায়ক হোন রশিদ খাঁন।
কোন টেস্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ না পাওয়া রহমত শাহ ও গুলবাদিন নাইবের নেতৃত্বে বিশ্বকাপে ভরা ডুবির পর নাইব কে সরিয়ে তিন ফরম্যাটে অধিনায়কের দ্বায়িত্ব দেওয়া হয় রশিদ খাঁন কে।
এবার রশিদ খাঁন কে হটিয়ে আসগর আফগানের কাছে ফিরে গেছে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড।রশিদ খাঁন কে সরিয়ে আবারও তিন ফরম্যাটের অধিনায়ক করা হয়েছে আসগর আফগান কে।আফগান ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এরফলে আফগানিস্তানের জার্সি গাঁয়ে আবারও টস করতে দেখা যাবে আফগানিস্তান দলের এই সিনিয়র খেলোয়াড় কে।