ফিক্সিংয়ের দায়ে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হলেন দুই ভাই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ফিক্সিংয়ের দায়ে আইসিসির পক্ষ থেকে হংকংয়ের জাতীয় দলে খেলা দুই সহোদর ইরফান আহমেদ এবং নাদিম আহমেদকে আজিবন নিষিদ্ধ করেছে। সাথে হাসিব আহমেদ নামে আরও এক ক্রিকেটারকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

আন্তর্জাতিক ক্রিকেটে হংকং এখনও যেতে পারেনি শক্তিশালী পর্যায়ে। দীর্ঘদিন ধরে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট থাকলেও এখনও নিজেদের মেলে ধরতে পারেননি হংকংয়ের ক্রিকেটাররা। ফলে ক্রিকেটারদের উপার্জনের মাত্রাটাও খুবই সামান্য। তাই বলে কিনা ক্রিকেটে টানা দুই বছরেরও বেশি সময় ধরে ফিক্সিং করে আসছিলেন জাতীয় দলে খেলা দুই সহোদর।

হংকংয়ের এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়ে শেষ পর্যন্ত ফিক্সিংয়ের প্রমাণ পেয়েছে আইসিসির এন্টি করাপশন ইউনিট। ইরফান আহমেদের বিরুদ্ধে আইসিসির ৯টি কোড অব কন্ডাক্ট ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে ইরফান আহমেদের নামে। অন্যদিকে আরেক ক্রিকেটার নাদিম আহমেদের বিরুদ্ধে কোড অব কন্ডাক্টের ৩টি ধারা ভঙ্গের অভিযোগের সত্যতা মিলেছে।

আইসিসির এন্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, ‘এটি একটি লম্বা সময় ধরে চলা একটি জটিত তদন্ত ছিল। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটাররা লম্বা সময় ধরে ম্যাচকে প্রভাবিত করার চেষ্টা করেছে। তাদের এই প্রচেষ্টা আগে থেকেই নির্ধারিত ছিল এবং অন্যান্য ক্রিকেটারদেরও এর সাথে যুক্ত করার চেষ্টা করেছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »