ফাইনালের লড়াইয়ে রংপুর-কুমিল্লা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দুইদিন বিরতির পর সোমবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে বিপিএলে প্লে অফ পর্বের খেলা। মিরপুর দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে দুই জায়ান্ট রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এবারের বিপিএলে তারকা সমৃদ্ধ দল গুলোর একটি ফরচুন বরিশাল। তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ-মিরাজ জাতীয় দলের সব তারকা ক্রিকেটারের পাশপাশি কাইল মায়ার্সের মতো বিদেশি ক্রিকেটার রয়েছেন দলে। এলিমিনেটর ম্যাচে এই ররিশালের প্রতিপক্ষ চট্টগ্রাম। তারকা সমৃদ্ধ দল নিয়েও বরিশাল প্লে অফে উঠেছে সবার শেষে। শক্তির দিক দিয়ে চট্টগ্রামের চেয়ে এগিয়ে বরিশাল। তাইতো চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে পথে একধাপ এগিয়ে যেতেই মাঠে নামবে তামিমের দল।

চট্টগ্রামে চ্যালেঞ্জার্স দলে বড় কোনো তারকা ক্রিকেটার নেই। তানজিদ হাসান তামিম ছাড়া জাতীয় দলে বড় কোনো তারকা ক্রিকেটার নেই। এছাড়া বড় কোনো ক্রিকেটারও নেই স্কোয়াডে। পুরো বিপিএলটা ভালো খারাপ মিলিয়েই পার করেছে বন্দরনগরীর দলটির। বরিশালের বিপক্ষে জয় পাওয়া বেশ কঠিন হবে চট্টগ্রামের জন্য। তবে ম্যাচটা টি-টোয়েন্টি বলেই কিছুটা আশা করতে পারে চট্টগ্রাম।

দিনের দ্বিতীয় ম্যাচে ফাইনালে ওঠার লড়াই প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এবারে বিপিএরলে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল রংপুর ও কুমিল্লা। ১২ ম্যাচে ৯ জয়ে এক নম্বরে থেকে প্লে অফে ওঠে রংপুর। সাকিব-শেখ মেহেদি-শামীম হোসেনের পাশপাশি জিমি নিশাম, বেন্ডন কিং, ইমরান তাহিরের মতো শক্তিশালী বিদেশি তারকা ক্রিকেটার রয়েছে রংপুর দলে। কুমিল্লাকে হারিয়ে প্রথম সুযোগেই ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে সাকিবের দল।

অন্যদকি বিপিএলে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। রংপুরের চেয়ে শক্তির বিচারে কম পিয়িয়ে নেই তারা। লিটন দাস-তাওহীদ হৃদয়ের মতো তারকা ক্রিকেটার রয়েছে দলে। আর সুনিল নারিন, মঈন আলী আন্দ্রে রাসেণের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিকেটার কুমিল্লার শক্তি আরও বাড়িয়েছে। তাই রংপুরের সঙ্গে মাঠের লড়াইটা হবে সেটা আর বলা অপেক্ষা রাখে না। সাকিবদের হারিয়ে সবার আগে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে লিটনরা।

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »