ফাইনাল নিশ্চিতের ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড-ভারত

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরের ফাইনাল নিশ্চিতের প্রথম ম্যাচে আজ (মঙ্গলবার) মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড।

এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ডে ৯ ম্যাচ থেকে ভারত হেরেছে কেবল একটি ম্যাচ। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে শেষের দিকে ফিনিশিং দিতে ব্যর্থ ছিলেন মহেন্দ্র সিং ধোনি। টুর্নামেন্টের শুরুটা যেমন দুর্দান্ত করেছিল তেমনি একই ধারায় এগিয়ে গেছে প্রতিটি ম্যাচেই।

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ব্যাটিং বিভাগে জ্বালানী দিচ্ছেন রোহিত শর্মা, লোকেশ রাহুল কিংবা অধিনায়ক বিরাট কোহলিরা। অন্যদিকে বোলিং বিভাগেও যে পিছিয়ে নেই ভারত সেটা দেখা যায় মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহদের বোলিং দেখলেই। সব মিলিয়ে নিজেদের তৃতীয় শিরোপা জয়ের ক্ষেত্রে কিউইদের হারিয়ে পথ সুগম করতে মুখ্যে থাকবে ভারত।

এদিকে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে হার দেখেছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত করলেও শেষের দিকে সেমি ফাইনালে যাওয়া নিয়েই দেখা দিয়েছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের চতুর্থ দল হিসেবেই সেমি ফাইনাল নিশ্চিত করে কেন উইলিয়ামসনের দল। পুরো আসর জুড়েই দেখা গিয়েছিল নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে ত্রাতা হয়ে এসেছেন কেন উইলিয়ামসন। দলের বিপর্যয়ে হাল ধরে একাই টেনে নিয়ে গেছেন দলকে। কালেভদ্রে রস টেলর কিছুটা সহযোগিতা করলেও খুব বেশি উপকারে আসেনি দলের জন্য। তাই এই ম্যাচেও দলের ব্যাটিং ভরসা হয়ে আসতে পারেন উইলিয়ামসন।

কখনোই শিরোপার দেখা না পাওয়া কিউইরা গত আসরে ফাইনাল থেকে ফিরেছিল খালি হাতে। এবার সেই ফাইনালে যেতে হলে টপকাতে হবে ভারত বাধা।

দুই দলের ম্যাচটি বিকাল ৩টা ৩০ মিনিটে ম্যানচেস্টারে শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস, মাছরাঙা টিভি, গাজি টিভি এবং বিটিভি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »