‘ফর্ম ইজ টেম্পরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’- ধোনির উদ্দেশ্যে বালাজি

নিউজ ডেস্ক »

মহেন্দ্র সিং ধোনি, ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক ও অন্যতম সেরা ফিনিশার। যার ঝুলিতে রয়েছে সব ধরণের আইসিসি টুর্ণামেন্টের ট্রপি। নিখুত ফিনিশিংএ ২০১১ বিশ্বকাপের ফাইনাল সহ অনেক ম্যাচ জয় করে মাঠ ছেড়েছেন। বর্তমানে তিনি রয়েছেন দলের বাইরে বিশ্রামে। তিনি আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন কিনা এমন প্রশ্নে ভারতের সাবেক পেসার লক্ষীপতি বালাজি ধোনির পক্ষে বাজি ধরেছেন।

ধোনির এক সময়কার সতীর্থ লক্ষীপতি বালাজি ধোনির ফেরা প্রসঙ্গে বলেছেন, ‘ধোনির ক্ষেত্রে বলতে হয় , ফর্ম ইজ টেম্পরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট।

সাম্প্রতিক সময়ে কিছুটা অফফর্মে আছে ধোনি। তবে তাকে মাঠে ফিরতে নিজেকে আইপিএলে প্রমাণ করে ফেরার ইঙ্গিত দিয়েছে কোচ রবি শাস্ত্রী। তবে ধোনিকে চেন্নাই সুপার কিংসের নেটে অনুশীলনে দেখে বেশ চাঙ্গা মনে হয়েছে বালাজির। তাইত বালাজি ধোনিকে টেনিস তারকা রজার ফেদেরার এবং গলফের কিংবদন্তী টাইগার উডসের সাথে তুলনা করে তার ফেরা খুব কঠিন হবেনা বলে মন্তব্য করেন।

বালাজি বলেন, ‘ধোনিকে দেখে আমার কখনোই মনে হয়নি তার খেলায় জং ধরেছে। লক্ষ করে দেখবেন ,রজার ফেদেরার  বা টাইগার উডসের মত বয়স্ক তারকারা অনেক দিন খেলার বাইরে থেকেও দারুনভাবে ফিরেছে। ধোনিকে দেখে আমার বলতেই হয়, , ফর্ম ইজ টেম্পরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। সেও দারুনভাবে ফিরবে ক্রিকেটে।

নিউজ ক্রিকেট২৪/ এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »