প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন রোহিত শর্মা

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। অফ ফর্মের কারণে টেস্ট দল থেকে বাদ পড়েছেন লোকেশ রাহুল। অন্যদিকে প্রায় দশ মাস পর সাদা পোশাকে সুযোগ পেয়েছেন রোহিত শর্মা।

ভারতীয় দলে রঙিন পোশাকে নিয়মিত রোহিত শর্মা। তবে আগ্রাসী এই ব্যাটসম্যান লাল বলের ক্রিকেট থেকে দূরে রয়েছেন বেশ কিছুদিন হল। কেননা সংক্ষিপ্ত ফরম্যাটে একের পর এক রেকর্ড গড়লেও সাদা পোশাকের দলে থিতু হতে পারছিলেন না তিনি। লোকেশ রাহুলের অফ ফর্মের কারনেই আবারও এই ফরম্যাটে ফিরছেন তিনি।

এক নজরে দেখে নেয়া যাক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, মায়াঙ্ক আগারওয়াল, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, হৃদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ শামি, রবি চন্দ্রন অশ্বিন, কুলদিপ যাদব এবং রবীন্দ্র জাদেজা।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত তিন ম্যাচের টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে। প্রথম ম্যাচে ২ অক্টোবর মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »