শোয়েব আক্তার »
দ্বায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মাথায় নিজ দেশ সাউথ আফ্রিকার পেস বোলিং কোচের দ্বায়িত্ব নিতে বাংলাদেশের সাথে চুক্তি স্থগিত করেন চার্লস ল্যাঙ্গভেল্ট। তার জায়গায় নতুন বোলিং পেস কোচ হিসেবে দ্বায়িত্ব পান ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসন। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজেই দ্বায়িত্ব নিয়েছেন তিনি।
দেশের ভবিষ্যত পেস আক্রমন কে শক্তিশালী করার লক্ষ্যে কাজ শুরু করেছেন এই ক্যারিবিয়। দশ জন বোলার নিয়ে একটি দল গঠন করেছেন যাদের নিয়ে তিনি কাজ করবেন। ইতোমধ্যে এ তালিকা তিনি প্রধান কোচ রাসেল ডমিঙ্গো’র কাছে ও জমা দিয়ে দিয়েছেন।
দ্বিতীয় দফায় প্রথম টেস্ট খেলতে পাকিস্তান সফরের আগে সর্বশেষ সংবাদ সম্মেলনে এসে রাসেল ডমিঙ্গো গিবসনের পরিকল্পনার কথা জানিয়েছেন। গিবসন সম্পর্কে কথা বলতে গিয়ে ডমিঙ্গো বলেন, ‘আমি গিবসন কে খুব ভালো করে চিনি। সে বেশ অভিজ্ঞ কোচ। আমি তাঁকে শুধু বোলিং কোচের ভূমিকায় তাকে দেখতে চাই না। কোচিং সম্পর্কিত দলের অন্যান্য কাজের সাথে ও তাঁকে যুক্ত করতে চাই।’
ভবিষ্যতে পেস বোলিং এ জাতীয় দলে দীর্ঘ সময় খেলা চালিয়ে যেতে পারবেন এমন দশজন পেস বোলার নিয়ে গিবসন কাজ করতে চান বলে জানান ডমিঙ্গো। তিনি বলছিলেন, ‘সে (গিবসন) আমাকে দশ জন পেস বোলারের একটি তালিকা দিয়েছে। সে মনে করে তাদের যথেষ্ঠ সামর্থ্য রয়েছে ভবিষ্যতে দলে ভালো খেলার। আগামী কয়েক মাসের মধ্যে তাদের নিয়ে কিছু ম্যাচ আয়োজনের সময় খুঁজছি আমরা।’