প্রায় এক বছর ওয়ানডে খেলবে না বাংলাদেশ দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ সদ্য শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজ শেষ করলো‌ যদিও সিরিজটি বাংলাদেশ দলের জন্য সুখকর ছিলো না। বাংলাদেশ দল শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছে। এ ব্যর্থতা নিয়ে হয়তো অনেক কাটাছেঁড়া হবে। অনেক আলোচনা সমালোচনা হবে তবে ৫০ ওভারের ফরম্যাটে বাংলাদেশ দলকে আবার প্রায় এক বছর পর দেখা যাবে।

বিষয়টি শুনতে অবাক লাগলেও বিষয়টি একেবারেই সত্যি। আগামী এক বছরে আইসিসির এফটিপি দেখলে বিষয়টি স্পষ্ট হওয়া যায়। এই তো গত ছয় মাস যাবৎ টানা ওয়ানডে খেলার মধ্যে ছিলো‌ বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সিরিজ মিলে টানা ওয়ানডের মধ্যে ছিলো বাংলাদেশ দল। এবার ওয়ানডে থেকে লম্বা বিরতি পাচ্ছে বাংলাদেশ দল। বিরতিটা প্রায় এক বছরের‌ মতো।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী আগামী এক বছর কোনো ওয়ানডে সিরিজ নেই বাংলাদেশ দলের। বাংলাদেশ দলের পরবর্তী ওয়ানডে মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে এই আয়ারল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলের ২০২৩ আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের যাত্রা শুরু হবে। অর্থ্যাৎ ১০ মাস পর বাংলাদেশ আবারো ওয়ানডে খেলবে। এই ১০ মাসের মধ্যে বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেট খেলবে তবে সেটি টেস্ট ও টি-টোয়েন্টি। অক্টোবরে রয়েছে আফগানিস্তানের সাথে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ, এরপর অষ্ট্রেলিয়ার সাথে টি-টোয়েন্টি সিরিজ, এরপর ভারতের সাথে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শেষে এরপর সকলে ব্যস্ত হয়ে পড়বে বিপিএল নিয়ে
বিপিএল শেষে আগামী বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ, ফেব্রুয়ারি মাসে অজিদের সাথে টেস্ট এরপর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। অর্থ্যাৎ এই সূচি অনুযায়ী বাংলাদেশ দলের আগামী ১০ মাসের মধ্যে কোনো ওয়ানডে সিরিজ নেই।

তবে এই সময়ের মধ্যে শোনা যাচ্ছিলো ঘরের মাঠে একটি ওয়ানডে সিরিজ আয়োজন করতে পারে বিসিবি। সেই ওয়ানডে সিরিজ দিয়ে মাশরাফিকে বিদায় দেয়ার কথা ভাবছে। তবে এটি নিয়ে বিসিবি আর কিছূ বলেনি তাই যদি এই সিরিজ না হয় তবে ভক্তদের অপেক্ষা করতে হবে আগামী বছরের মে মাসে পর্যন্ত। তবে এই সময়ের মধ্যে সিরিজ আয়োজন না করার সম্ভাবনা বেশি। কারণ সকল দলের সূচি খুব ঠাসা। তাই হয়তো নতুন করে সিরিজ আয়োজন না হতে পারে। তাই হয়তো ভক্তদের আরো‌ অপেক্ষা করতে হবে এক বছর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »