নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জুবায়ের আহমেদ
ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ স্পিনার তানভীর ইসলাম। ঢাকা লীগের খবর যারা রাখেন, তাদের কাছে তানভীর ইসলাম নামটা ব্যাপক ভাবে পরিচিত। নিজ সময়ে ঢাকা লীগ তথা লিষ্ট এ ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার হিসেবেই পারফর্ম করছেন। মাত্র ৯৭ ম্যাচে ৬ উইকেট বেস্টে ১৪৫ উইকেট শিকার তারই প্রমাণ দেয়।
ঢাকা লীগের পারফর্ম তানভীরকে জায়গা করে দিয়েছিল বিপিএলে। ৬৫ টি২০ ম্যাচে মাত্র ৬.৭৩ ইকোনোমিতে ৭৪ উইকেট শিকার তানভীরের হয়েই কথা বলে। বিপিএলেও ধারাবাহিক পারফর্ম করে পৌঁছে গেছেন জাতীয় দলে।
গত বছর জাতীয় দলে অভিষেক হওয়া তানভীর ইসলাম সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত ৪ ম্যাচ খেলে মাত্র ২ উইকেট শিকার করেছেন। ঘরোয়া লীগে তানভীর আলোচিত ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার হলেও জাতীয় দলের নতুন মুখ হওয়ায় আসন্ন টি২০ বিশ্বকাপে মেহেদী মিরাজ কিংবা সাইফুদ্দিনকে ছাপিয়ে জায়গা করে নেওয়ায় তানভীরের জন্য শুভ কামনার পাশাপাশি অনভিজ্ঞ হওয়ায় সমালোচনাও জুটছে।
২৮ বছর বয়সী বরিশালের এই ক্রিকেটার প্রথমবারের মতো খেলবেন টি২০ বিশ্বকাপে। জাতীয় দলের প্রতিনিধিত্ব করার পাশাপাশি বড় মঞ্চে সুযোগ পাওয়াও একজন নবাগত ক্রিকেটারের জন্য বড় ব্যাপার।
বিশ্বকাপের গ্রæপ পর্বে ৪ ম্যাচ খেলবে বাংলাদেশ। সুপার এইটে উঠতে পারলে ম্যাচ আরো বাড়বে। তবে প্রথম পর্বের ৪ ম্যাচের মধ্যে সাকিবের সাথে রিশাদ ও মাহেদীকে ছাপিয়ে তানভীরের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সুযোগ পেলে নিজেকে মেলে ধরবেন এই বামহাতি স্পিনার, শুভ কামনা থাকছেই।