প্রথমবারের মত বিশ্বকাপ খেলবে জাপান

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

ক্রিকেটে বিশ্বায়নের ছাপ দিন দিন গাঢ় হচ্ছে। এর প্রমাণ সম্প্রতি নতুন দুই দলকে ওয়ানডে স্ট্যাটাস দেয়া। পাশপাশি ইউরোপ এবং এশিয়া মহাদেশে ক্রিকেটের বিচরণ বাড়ছে দিন দিন দ্রুত গতিতে। যেমন জাপানের কথাই ধরা যাক।

ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে জাপানকে চিনে থাকেন এমন মানুষ হয়তো হারিকেনের আলোতে খুঁজলেও পাওয়া যাবে না। অথচ সেই জাপানই কিনা খেলতে যাচ্ছে বিশ্বকাপ! তবে এটা মূল পর্বের বিশ্বকাপ নয়, জাপান প্রথমবারের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে অনুর্ধ্ব-১৯ পর্যায়ে।

এশিয়া প্যাসিফিক অঞ্চলের অনুর্ধ্ব-১৯ দলেরবাছাই পর্বের ফাইনাল হবার কথা ছিল ৮ জুন (শনিবার)। তবে ফাইনাল ম্যাচে এসে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সাক্ষী হয় জাপানের সানো স্টেডিয়াম। ফাইনালে জাপান অনুর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবার কথা ছিল পাপুয়া নিউগিনি অনুর্ধ্ব-১৯ দলের। তবে ম্যাচের আগে শৃঙ্খলাজনিত কারণে বহিষ্কার করা হয় পাপুয়া নিউগিনির ১১ খেলোয়ারকে। ফলে খেলোয়ারের সঙ্কটে আর মাঠে নামতে পারেনি তারা।

এদিকে প্রতিপক্ষ দল মাঠে না নামায় বিজয়ী ঘোষণা করা হয় জাপানকে। ফলে ২০২০ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »