প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ম্যানচেস্টার টেস্টে সফরকারী শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। শ্রীলংকার ছুড়ে দেয়া ২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে জয় তুলে নিয়েছে ইংলিশরা।

প্রথমে ব্যাট করতে নেমে ডি সিলবার ৭৪ রানের সুবাদে ২৩৬ রান করে শ্রীলংকা। জবাবে জেমি স্মিথের ১১১ রানের সুবাদে ৩৫৮ রান করে ইংল্যান্ড। বড় ব্যবধানে পিছিয়ে থেকে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে কামিন্দু মেন্ডিসের ১১৩, চান্দিমালের ৭৯ ও ম্যাথুজের ৬৫ রানের সুবাদে ৩১৬ রান করে শ্রীলংকা। ইংল্যান্ডের সামনে ২০৫ রানের লক্ষ্য দাঁড়ায়।

৪র্থ ইনিংসে ২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭০ রানে ৩ ও ১১৯ রানে ৪ উইকেট হারিয়ে স্বাগতিক ইংল্যান্ড চাপে পড়লেও জো রুটের অপরাজিত ৬২ ও স্মিথের ৩৯ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে ৫ উইকেটের জয় তুলে নেয় ইংলিশরা। শ্রীলংকার হয়ে প্রবাথ জয়সুরিয়া ও আসিথা ফার্নান্দো ২টি করে উইকেট শিকার করেন।

ব্যাট হাতে প্রথম ইনিংসে ১১১ ও ২য় ইনিংসে ৩৯ রান করে ম্যাচসেরা হয়েছেন তরুণ ইংলিশ ব্যাটার জেমি স্মিথ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »