প্রথম টেস্টে আফ্রিকা’কে বড় ব্যবধানে হারালো ভারত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আফ্রিকা’কে ২০৩ রানে হারালো ভারত।ফলে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে রইলো ভারত।

প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট।প্রথম ইনিংসে রোহিত শতক ও আগারওয়ালের দ্বিশতকে ৭ উইকেট হারিয়ে ৫০২ রান সংগ্রহ করে ভারত।রোহিত শর্মা ১৭৬ ও আগারওয়াল ২১৫ রানের ইনিংস খেলেন।

আফ্রিকা ৫০২ রান কে তাড়া করতে নেনে ৪৩১ রানে অলআউট হয়ে যায়।প্রোটিয়া ওপেনার এলগার ১৬০ রানে অসাধারণ ইনিংস খেলেন।দলের পক্ষে আরো একটি শতক করেন উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক।খেলেন দলে পক্ষে ১১১ রানের ইনিংস।প্রোটিয়া ব্যাটিং লাইনআপ’কে একাই ধসিয়ে দেন স্পিনার রবিচন্দ্র আশ্বিন,৪৬.২ ওভার বল করে ১১ মেডেন সহ ১৪২ রান দিয়ে নেন ৭ উইকেট।

৭১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত।ওপেনার রোহিত শর্মা তুলেন টেস্ট ক্যারিয়ারের ৫ম শতক ও ওপেনিং অভিষেকে টানা দু ইনিংসে দু শতক।১৪৯ বলে ১০ চারে ও ৭ ছয়ে ১২৭ রানের ইনিংস খেলেন।দলের পক্ষে ২য় ও ৩য় সর্বোচ্চ রানের ইনিংস খেলরন পূজারা ৮১ ও জাদেযা ৪০।ভারত ৪ উইকেট হারিয়ে ৩২৩ রান সংগ্রহ করে দ্বিতীয় ইনিংস শেষ করে।

৩২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে মাএ ১৯১ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা।দলের পক্ষে একটি মাএ ফিফটি প্লাস রান আসে পেড্ট ৫৭।মোহাম্মদ শামি ও জাদেযার বোলিং তান্ডবের সামনে রক্ষা হয় নি কারো।শামি নেন ৫ টি ও জাদেযা ৪টি উইকেট।ফলে ভারত ২০৩ রানের বিশাল জয় লাভ করে।

প্রথম ইনিংসে পর দ্বিতীয় ইনিংসে ও সেঞ্চুরির ফলে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন ওপেনার রোহিত শর্মা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »