প্রথম ওয়ানডেতে ভারতের জয় ৫ উইকেটে

নিউজ ডেস্ক »

ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের সহজ জয় পেয়েছে রোহিত শর্মার দল। ওয়েস্ট ইন্ডিজের দেয়া মাত্র ১১৫ রানের লক্ষ্যমাত্রা সহজেই টপকে যায় তারা।

সহজ লক্ষ্যমাত্রায় ব্যাটিং অর্ডারে রদলবদল করেছে ভারত। রোহিত শর্মা নামেননি ওপেনিংয়ে, ৩ নম্বরে ব্যাট করা কোহলিও এদিন নিজের ব্যাটিং পজিশনে নামেননি।

বার্বাডোজের কেনসিংটন ওভালে টসে জিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ে পাঠান ভারতের অধিনায়ক রোহিত। রোহিতের এমন সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেননি পেসাররা। মাত্র ৪৫ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের প্রথম তিন ব্যাটসম্যানকে ফেরান হার্দিক পান্ডিয়া, অভিষিক্ত মুকেশ কুমার ও শার্দুল ঠাকুর।

এরপর যা করার, তাই করেছেন ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। এ দুজন মিলে তুলে নিয়েছেন ৭ উইকেট। জাদেজা ৬ ওভারে ৩৭ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। আর আরেক স্পিনার কুলদীপ ৪ উইকেট নিতে ৩ ওভারে দিয়েছেন মোটে ৬ রান। শেষ ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২৬ রান স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে।

১১৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ রানে ওপেনার শুভমান গিলের উইকেট হারায় ভারত। দলীয় ৫৪ রানে ফিরে যান আরেক হার্ড হিটার ব্যাটার সূর্যকুমার যাদব। কম রানের লক্ষ্যমাত্রায় ভারতীয় ব্যাটারদের আসা যাওয়ার মিছিল চলছিলো। শেষমেশ রবীন্দ্র জাদেজাকে নিয়ে অধিনায়ক রোহিত শর্মা দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। ব্যাট করতে নামেননি বিরাট কোহলি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »