প্রথম আঘাত আল-আমিনের

নাফিসুল হক »

সিরিজের শেষ টি-টুয়েন্টিতে টসে হেরে ব্যাট করছে জিম্বাবুয়ে। প্রথম থেকেই চাপে থাকা জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানেন আল-আমিন হোসেন। ৪পেসার নিয়ে খেলা বাংলাদেশ প্রথম তিন ওভারের মধ্যেই ৩ পেসারকে ব্যবহার করে। ফলাফল স্বরূপ ৩য় ওভারে আলামিন হোসেনের বলে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন টিনাশে। তিনি করেন ১০ রান।

এখন দেখা যাক ইনিংস লম্বা করে শেষ পর্যন্ত কত করতে পারে জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত টেইলর এবং আরভিন ক্রিজে আছেন। আজ জিম্বাবুয়ে পরাজিত হলে সব গুলো ফরম্যাটেই ধবল ধোলাই এর মাধ্যমে এই সফর শেষ করবে তারা। আজ তামিম ইকবাল সহ বেশ কিছু পরিবর্তন এসেছে অন্যদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। জয় দিয়েই সিরিজ শেষ করবে বাংলাদেশ এটিই সবার প্রত্যাশা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »