প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাট হাতে ঝলক ওয়ার্নারের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত তিন ম্যাচের প্রথম টি-২০ তে ব্যাট হাতে ঝলক দেখাচ্ছেন অনেক দিন পর দলে ফেরা ডেভিড ওয়ার্নার। ইতিমধ্যেই তুলে নিয়েছেন ফিফটি।

বল টেম্পারিং বিতর্কের জন্য দল থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ওপেনার ডেভিড ওয়ার্নার। গত অ্যাশেজে ব্যাট হাতে খুব একটা ভালো সময় পার করছিলেন না ডেভিড ওয়ার্নার। তবুও তাকে দলে রাখার কারন ব্যাখা করে নির্বাচকরা বলেন ডেভিড অস্ট্রেলিয়ার শর্ট ফরম্যাটে সব থেকে সেরা ব্যাটসময়্যান। নির্বাচকদের এই আস্থার প্রতিদান দিতে ভুল করলেন না ডেভিড ওয়ার্নার।

২০১৮ সালে জাতীয় দলের জার্সিতে টি-২০ খেলতে নেমেছিলেন এর পর প্রায় দেড় বছর ছিলেন দলের বাহিরে।ঠে দেশের মাটিতে অনুষ্ঠিত শ্রীলঙ্কা সিরিজে জায়গা দেয়া হয় তাকে। দলে জায়গা পেয়েই যেন ফুঁসে উছে তার ব্যাট। প্রত্যাবর্তনের ম্যাচে ইতিমধ্যেই তুলে নিয়েছেন ফিফটি। সেই সাথে জন্মদিনটা বেশ ভালো ভাবেই রাঙ্গালেন ব্যাট হাতে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-২০ তে ২৮ বলেই তুলে নিয়েছেন ফিফটি। ফিফটি করতে খেলছেন চারটি চারের মার ও তিনটি ছয়ের মার। এখন পর্যন্ত ৩ ছয় ও ৫ চারের সাহায্যে ৩৬ বলে ৬১ রান করে অপরাজিত আছেন।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪৩ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »