https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিতর্কের শুরুটা হয় ক্যাপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ হন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট।
নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপে অজিদের হয়ে খেলেছেন স্মিথ। তবে যেই ফরম্যাটের ম্যাচে অভিযুক্ত হয়েছেন সেই ফরম্যাটে প্রথম খেলতে নেমেছেন ইংল্যান্ডের বিপক্ষে। যেখানে প্রথম ইনিংস ও দ্বিতীয় ইনিংস দুটাতেই দ্যুতি ছড়িয়েছেন স্মিথ।
সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে দলের বিপর্যয়ে হাল ধরে খেলেছেন ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস। দ্বিতীয় ইনিংসেও এর ব্যত্যয় ঘটেনি। অবশ্য প্রথম ইনিংস থেকে মাত্র ২ রান কম করেছেন এই ব্যাটসম্যান। ক্রিস ওকসের বলে আউট হবার পূর্বে ২০৭ বল মোকাবেলায় করেছেন ১৪২ রান। এই রান করতে দ্বিতীয় ইনিংসে স্মিথ খেলেছেন ১৪টি চারের মার।