প্রতি ৩০ দিন অন্তর ১ লাখ করে টাকা পাবেন আকবর আলীরা!

সানিউজ্জামান সরল »

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৩ তম আসরে ভারতকে হারিয়ে ১ম বারের মত বিশ্বকাপ জয়ের স্বাদ নিয়েছে লাল-সবুজের ছোট প্রতিনিধিরা। জুনিয়র টাইগারদের এমন অর্জনে আনন্দের জোয়ারে ভাসছে দেশের সকল ক্রিকেট প্রেমী। ইতিহাস গড়ে বিশ্বকাপ লাভ করেছে যুবারা। যুবাদের এমন অর্জনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) মহাখুশি। খুশি হবেই বা না কেন? এমন ঐতিহাসিক অর্জন তো আর চাট্টিখানি কথা নয়! অনেক কাঠখড় পুড়িয়ে বিশ্ব জয় করেছে জুনিয়ররা। যুবাদের এত কষ্ট করে এই অসাধ্য সাধনের প্রতিদানও দিল বিসিবি!

বিশ্ব জয় করে শিরোপা নিয়ে আজ (১২ ফেব্রুয়ারি) দেশে ফিরেছে বাংলার দামাল ছেলেরা। বিশ্বকাপ জয়ী এই যুবাদের বরণ করে নিতে মিরপুর সেঁজেছিলো আজ নব্য সাঁজে। নানা আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে আসেন কাপ্তান আকবর আলী ও বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সংবাদ সম্মেলনে এসে নাজমুল হাসান পাপনের মুখে ছেলেদের প্রশংসা ও কষ্টের প্রতিদান নিতে এক ভিন্ন উদ্যোগ নিলেন।

গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে পাপন জানান, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই দলটা অনেক কাঠখড় পুড়িয়ে আজ বিশ্বচ্যাম্পিয়নের খেতাব পেয়েছে। আমরা ওদের এই কষ্টের প্রতিদান দিতে চাই। তাই আমরা উদ্যোগ নিয়েছি, বিশ্বকাপ জয়ী দলের সবাইকে ২ বছর ব্যাপী প্রতিমাসে ১ লাখ টাকা করে দেওয়া হবে।’

‘বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলটাকে নিয়ে অনূর্ধ্ব-২১ দল গঠন করার পরিকল্পনা রয়েছে আমাদের। অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে ওদের প্রশিক্ষণ দেওয়া হবে। তবে হ্যাঁ, ওরা যদি উন্নতি না করে তাহলে ছাটাইয়েরও ব্যবস্থা থাকবে।’ __যোগ করেন পাপন।

প্রসঙ্গত, অদম্য এক হুঙ্কার দিয়ে বিশ্বক্রিকেটকে তাক লাগিয়ে দিয়েছে টাইগার যুবারা। পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা। জাতীয় দলের অনেক বড় বড় অর্জন আছে! অস্ট্রেলিয়াকে টেস্টে হারানো, ইংল্যান্ডকে হারের লজ্জা দেওয়া, পাকিস্তানকে বাংলা ওয়াশ করা…ইত্যাদি, ইত্যাদি। তবে জুনিয়র টাইগাররা যা অর্জন করেছে, তা আগে কি কখনো বাংলাদেশ ক্রিকেট কল্পনাও করতে পেরেছিল? উত্তরটা স্বভাবজাত ভাবেই আসবে ‘না’। কেননা, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা তো আর চাট্টিখানি কথা নয়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলটা অসাধ্য সাধন করে দেখিয়েছে। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন এটিই, বললে হয়তো ভুল কিছু হবে না।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »