শোয়েব আক্তার »
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের সিরিজ। লাহোরে প্রথম টি-২০ সিরিজ কে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচ রেফারি হিসেবে দ্বায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কান রঞ্জন মাদুগালে। আইসিসি’র এলিট প্যানেল ভুক্ত এই রেফারি বেশ অভিজ্ঞ। রঞ্জন মাদুগালে ২০০৬ সালের পর প্রথমবারের মত পাকিস্তানে দায়িত্ব পালন করবেন একই সাথে প্রথমবারের মতো পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব পালন করবেন। তবে, এর আগে দেশটিতে ১৫ টি টেস্ট ও ২০ টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন রেফারি হিসেবে।
শ্রীলঙ্কার ক্রিকেট দলের জার্সি গাঁয়ে ২১ টেস্ট ও ৬৩ ওয়ানডে খেলা অভিজ্ঞ এই ম্যাচ রেফারি ইতোমধ্যে ১০২ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। ১৯৯৩ সালে ফিল্ড আম্পায়ার হিসেবে পাকিস্তানেই অভিষেক হয় তাঁর। ডেভিড বুন, জেফ ক্রো, অ্যান্ডি পাইক্রফট ও রিচি রিচার্ডসনের পর আইসিসি’র এলিট প্যানেল ভুক্ত পঞ্চম রেফারি হিসেবে পাকিস্তানে দায়িত্ব পালন করবেন তিনি।
অন্যদিকে নিয়ম অনুযায়ী অন ফিল্ড আম্পায়ার হিসেবে দ্বায়িত্ব পালন করবেন স্থানীয় আম্পায়ার’রা। আগামীকালের ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দ্বায়িত্ব সামলাবেন আহমেদ রাজা ও শোজাব রাজা। এছাড়া টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে আহমেদ শাহাব ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তারিক রশিদ।
তিন ম্যাচ সিরিজের সবকটিতেই দেখা যাবে তাঁদের। তবে ফেব্রুয়ারিত ও এপ্রিলে দ্বিতীয় ও তৃতীয় ধাপে খেলতে যাওয়া টেস্ট ও ওয়ানডে’র ম্যাচ অফিসিয়ালদের নাম তখন জানা যাবে।
তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আজ রাত আটটায় বোর্ড প্রেসিডেন্ট, বোর্ডের কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট দল বহনকারী বিশেষ বিমানটি পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। আগামীকাল সকাল সাড়ে দশটায় পাকিস্তান পৌছানোর কথা রয়েছে এবং আগামীকাল-ই বেলা তিনটায় প্রথম টি-২০ তে মুখোমুখি হবে দুই দল!