পেসারদের যে বার্তা দিলেন নতুন বোলিং কোচ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকান চার্ল ল্যাঙ্গেভেল্টকে নিয়োগ দেয়ার পর গতকাল তিনি এসেছেন ঢাকায়। ঢাকায় এসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসেছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে। পেসারদের নতুন বার্তাও দিয়ে দিয়েছেন ইতোমধ্যেই।

হেদ কোচ স্টিভ রোডসের সাথে দক্ষিণ আফ্রিকান হিসেবে আরও ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি এবং ফিল্ডিং কোচ রায়ান কুক। তাই তাদের সাথে মিলে টাগারদের এগিয়ে নিতে বাড়তি সুবিধা যে পাবেন প্রতিজনই সেটা আর বলার অপেক্ষা রাখে না।

হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে নিয়ে ল্যাঙ্গেভেলতের ভাষ্য, ‘ভালো লাগছে অবশ্যই। শুধু ডোমিঙ্গোর সাথেই নয়, ম্যাকেঞ্জির সাথে মিলেও কাজ করেছি আমরা। ডোমিঙ্গো যে একজন মানস্মপন্ন কোচ এতে কোনো সন্দেহ নেই।’

এদিকে টাইগার বোলারদের নতুন বার্তা দিয়ে পেস বোলিং কোচ বলেন, ‘ছেলেদের প্রতি আমার প্রথম বার্তাটি থাকবে নিজেদের সেরা ছন্দের পথটা বের করে আনা। ফিটনেসের প্রতিও বাড়তি তাগিদ দেয়া। যেকোনো বোলারের জন্য লাইন-লেন্থ অবশ্যই প্রথম বিষয়। সেই সাথে পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়েও এগিয়ে যেতে হবে।’

‘এখন যারা আছে দলের আশেপাশে তাদের উন্নতি করাই প্রথম কাজ হবে আমার। ইংল্যান্ডে গিয়ে অনুর্ধ্ব-১৯ দল তাদেরকে হারিয়ে দিয়ে এসেছে। এখান থেকে প্রতিভাবান বোলারদের খুঁজে বের করে আনবো।’– বলে ল্যাঙ্গেভেল্ট

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »