নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএলের) শুরু হওয়ায় নাটক যেনো থামছেই না। সেপ্টেম্বর -অক্টোবর থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা অনেকবার পিছিয়ে নভেম্বরের ২১ তারিখ শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু এখন এই তারিখেও এলপিএল মাঠে গড়ানো নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এলপিএলের নিলাম ইতিমধ্যে হয়ে গেছে। দল গুছিয়ে ফেলেছে সব দল। কিন্তু সঠিক সময়ে খেলা মাঠে গড়াবে কিনা তা নিয়ে এখন যথেষ্ট সংশয় তৈরী হয়েছে। কারণ শ্রীলঙ্কান স্বাস্থ্য বিভাগের নিয়ম অনুযায়ী বিদেশ থেকে আসা সবার ১৪ দিন করে কোয়ারান্টাইনে থাকতে হবে। কিন্তু বেশিরভাগ বিদেশি ক্রিকেটার এই নিয়ম মানতে রাজী নয়। সাথে ধারাভাষ্যকার, ব্রডকাস্টারদেরও সমস্যা পোহাতে হবে এই নিয়মের জন্য।
টুর্নামেন্ট পেছানোর তথ্য দেন এলপিএল পরিচালক রাভিন বিক্রামারাত্নে। তিনি বলেন,”প্রথম বিকল্পটি হল শ্রীলঙ্কার দুটি ভেন্যু – হাম্বানটোটা এবং পাল্লাকেলে জুড়ে টুর্নামেন্টটি খেলতে হবে। তবে আমাদের টুর্নামেন্টটি প্রায় এক সপ্তাহের মত পিছিয়ে যেতে পারে। দ্বিতীয় বিকল্পটি হল এটি একটি ভেন্যুতে খেলতে হবে, যা খেলোয়াড় এবং কর্মীদের জন্য জৈব সুরক্ষা বলয়ের ব্যাপারটি আরও সোজা করবে।”
শ্রীলঙ্কায় এভাবে এই টুর্নামেন্ট পরিচালনা করা না যেতে পারলে তা আরব আমিরাত কিনবা মালয়েশিয়াতে খেলোনার কথা ভাবছে জানিয়ে তিনি আরও বলেন, “শেষ বিকল্পটি, যা আমরা নিতে চাই না তা হ’ল সংযুক্ত আরব আমিরাত বা মালেশিয়ায় খেলা।”
“এটি একটি শ্রীলঙ্কার টুর্নামেন্ট তাই শ্রীলঙ্কাতেই এটি খেলা উচিত। এটি (এলপিএল) বহুল প্রতীক্ষিত টুর্নামেন্ট, এবং এখানে অনেক শ্রীলঙ্কান রয়েছে খেলোয়াড় যারা এটি খেলতে অপেক্ষা করেছে। তাই আমরা এটি খেলতে চাই “ —সাথে যোগ করেন তিনি।
নিউজক্রিকেট/আরআর