https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের জন্য সবচেয়ে বেশি উচ্চারিত নামটি হচ্ছে ক্রিস গেইল। সাদা পোশাকে দীর্ঘদিন ধরে না খেললেও টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আকাশচুম্বী চাহিদা রয়েছে এই ব্যাটিং দানবের। বিশ্বকাপের এই আসর খেলেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর কথা ছিল গেইলের। তবে তার ইচ্ছে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে খেলে তারপরই বিদায় জানাবেন একদিনের ফরম্যাটকে। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের জন্য গেইলকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। জেসন হোল্ডারকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবিয়ান বোর্ড।
এক নজরে ভারতের বিপক্ষে উইন্ডিজের ১৪ সদস্যের স্কোয়াড
ক্রিস গেইল, জন ক্যাম্পবেল, শাই হোপ, এভিন লুইস, নিকোলাস পুরান, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক) রোস্টন চেজ, কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালান, শেলডন কটরেল, কিমো পল, কেমার রোচ, ওশনে থমাস।