পুরো দলকে প্রশংসায় ভাসালেন মরগান

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ইংলিশ দলে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কোনো কিছুরই যেন ঘাটতি ছিল না বিন্দুমাত্র। ব্যাটসম্যানদের রান করে দিয়ে যাবার পর আর্চার স্টোকসদের বোলিং এবং সাথে অসাধারণ ফিল্ডিংয়ের এক দুর্দান্ত কম্বিনেশন ছিল ইংলিশ দলে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা যে এই ম্যাচে তিন বিভাগেই হেরেছে সেটা স্বীকার করে নিয়েছেন দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিসও। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মরগান এই জয়ের কৃতিত্ব দেন পুরো দলকে। পাশপাশি প্রশংসা করেন বেন স্টোকস ও জোফরা আর্চারের।

মরগান বলেন, ‘পুরো দলের এমন পারফরম্যান্সে আমি অনেক খুশি। আমরা পরিণত ক্রিকেট খেলছি গত দুই বছর ধরেই। এই ম্যাচ এরই ধারাবাহিকতার অংশ। স্টোকস অসাধারণ খেলেছে আজকে। এমন ম্যাচ উইনার দলে থাকা সত্যিই অনেক বড় ভাগ্যের ব্যাপার। আর্চার খুবই ভালো বল করেছে। তার ক্যারিয়ারের শুরুটা অসাধারণ হয়েছে।’

দলের ফিল্ডিংয়ের কথা ব্যাখ্যা করতে গিয়ে মরগানের ভাষ্য, ‘ফিল্ডিংয়ে আমি ব্যক্তিগতভাবে প্রভাবিত হয়েছি অনেক। তবে এটা মনে রাখতে হবে সবসময় এমন দিন যাবে না। ফিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা আরও পরীক্ষা-নীরিক্ষা চালানোর কথা ভাবছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »