https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
পুরুষদের ক্রিকেটে আম্পায়ারের দায়িত্বটা পালন করতে সাধারণত পুরুস আম্পায়ারদেরকেই দেখা যায়। দীর্ঘদিন ধরে চলে আসা এই রীতিতে এবার পরিবর্তন হল। আন্তর্জাতিক অঙ্গনে এবার পুরুষদের ক্রিকেটে দেখা মিললো নারী আম্পায়ারের।
আইসিসির লিগ-২ এর টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় নামিবিয়া এবং ওমান। ইতোমধ্যে দুই দলের ওয়ানদে স্ট্যাটাস নিশ্চিতের পর এই ম্যাচে আইসিসি বেছে নেয় নারী আম্পায়ার ক্ল্যারি পেলোসাককে।
অস্ট্রেলিয়ার এই নারী আম্পায়ার ইতিপূর্বে নারীদের ক্রিকেটে আম্পায়ারের দায়িত্ব পালন করলেও আন্তর্জাতিক অঙ্গনে এবারই প্রথম পেলেন ম্যাচ পরিচালনার দায়িত্ব। যদিও এর আগে পুরুষদের বিগ ব্যাশে অস্ট্রেলিয়ান এই নারী আম্পায়ার দায়িত্ব পালন করেছিলেন।
ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আনত্ররজাতিক ম্যাচে দায়িত্ব পালন করলেন। ম্যাচ শেষে তিনি জানান, ‘এটা আসলেই গুরুত্বপূর্ণ নারী আম্পায়ারদের প্রসার করার জন্য। নারীদের সবধরনের ম্যাচ পরিচালনা করতে না পারার কোন কারণ আমি দেখিনা। এখনই সময় প্রতিবন্ধকতা দূর করে নারীদের এ পেশায় আনতে সচেতনতা বৃদ্ধি করার।’