পিটারসেনের ইটের বদলে চেন্নাই সুপার কিংসের পাটকেল!

নিউজ ডেস্ক »

করোনা পরিস্থিতিতে মাঠের ক্রিকেট বন্ধ থাকলেও সাবেকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট বন্ধ নেই। হাস্যরসিক ভাবেই কেউ অন্যজনকে খোঁচা দিচ্ছে। আবার তার পরিবর্তে সেটি ফেরৎও পাচ্ছেন যথা সময়ে। কেভিন পিটারসেনও হাস্যরসের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। গত শনিবার ভারতীয় দলকে নিয়ে পিটারসেনের করা টুইটারের পাল্টা উত্তর দিয়েছেন চেন্নাই সুপার কিংস।

শনিবার (১৮’ই এপ্রিল) নিজের টুইটার একাউন্টে ধনীর সাথে নিজের একটি ছবি পোস্ট করে পিটারসেন লেখেন, ‘এমএসডি, তুমি এখানে কেনো ফিল্ডার রাখোনা? (মাঠের কোন একটি স্থান আঙ্গুল দিয়ে ইশারা করে পিটারসেন)। তোমাদের বিরুদ্ধে রান করা খুব সহজ।’

বিষয়টি নিয়ে মহেন্দ্র সিং ধোনি কোন জবাব না দিলেও ভারতীয়রা এটিকে ভালোভাবে নেননি। জবাব দিয়েছেন ঠিক ব্যাঙ্গাত্মক ভাবেই। মহেন্দ্র সিং ধোনির ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) দল ‘চেন্নাই সুপার কিংস (সিএসকে)’ নিজেদের টুইটারে উত্তরে ধোনির একটি স্টাম্পড এর ছবি আপলোড করে লেখেন, ‘কিন্তু কখনও তোমার জন্য ফিল্ডার প্রয়োজনই হয়না!’

কেভিন পিটারসেন বরাবরই একজন কৌতুকপ্রিয় মানুষ। ভারতীয়দের সাথে সম্পর্কটা বেশ পুরোনো। তবে টুইটটি তিনি মজার ছলে করলেও সেটিকে স্বাভাবিকভাবে নেননি ভারতীয় এবং ধোনির ভক্ত সমর্থকরা।

১১:০২ এএম

নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »