নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলার রঙ্গিন ক্রিকেট আকাশে বজ্রপাত ছাড়াই মেঘের ডাক দিয়েছিলো গত দুইদিন আগে। সেই মেঘযুক্ত আকাশে যেন রোদের ঝলকানির আভাস। আবারও মাঠে ফিরছে ক্রিকেট মাঠে ফিরছে ক্রিকেটাররা। গত দুইদিন আগে বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে ধর্মঘটের ডাক দিলেও সেটি আজ প্রত্যাহার করেছে ক্রিকেটাররা। তাই তো আবারও মাঠে দেখা যাবে ক্রিকেটারদের।
ইতিমধ্যে শুরু হয়েছে এবারের মৌসুমের জাতীয় ক্রিকেট লিগের ২১ তম আসর। পেরিয়ে গেছে প্রথম দুই রাউন্ড। ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে শঙ্কা জাগে এনসিএলের তৃতীয় রাউন্ড নিয়ে তবে আবারও ক্রিকেটাররা মাঠে ফেরায় শুরু হচ্ছে এনসিএলের তৃতীয় রাউন্ড। আগামীকাল থেকে শুরু হওয়ার কথা ছিলো এনসিএলের তৃতীয় রাউন্ডের তবে ধর্মঘটের কারনে সব ক্রিকেটারা ঢাকায় থাকায় আগামীকাল শুরু করা সম্ভব হচ্ছে না এনসিএলের তৃতীয় রাউন্ডের।
তাই তো পিছিয়ে দেয়া হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড। এনিসএলের তৃতীয় রাউন্ড নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সবাই ধর্মঘটে থাকার কারনে আগামীকাল থেকে এনসিএলের তৃতীয় রাউন্ড আয়োজন করা সম্ভব হচ্ছে না। আমরা বাতিল করতে চেয়েছিলাম কিন্তু ক্রিকেটাররা সবাই খেলতে রাজি। তাই আগামীকালকের খেলা পিছিয়ে শনিবার থেকে শুরু করা হবে এনসিএলের তৃতীয় রাউন্ডের খেলা। ‘
এনসিএলের পাশা পাশি ভারত সফরের ক্যাম্পে ফিরছে ক্রিকেটাররা। এনসিএলের সব রাউন্ড আগের সময়েই অনুষ্ঠিত হবে শুধু মাত্র তৃতীয় রাউন্ড দুইদিন পিছিয়ে যাবে।