কে এম আবু হুরায়রা »
গত শুক্রবার (৬’ই ডিসেম্বর) পিএসএল-২০২০ এর প্লেয়ার ড্রাফট সম্পন্ন হয়েছে। ড্রাফটে নাম ছিলো ২৩ ক্রিকেটারের। তবে তাদের কারও প্রতি আগ্রহ দেখায়নি কোনও দল৷ দলে যায়হা পেয়েছেন অস্ট্রেলিয়ার ৪জন ক্রিকেটার, ইংল্যান্ডের ১৩ জন, ওয়েস্ট ইন্ডিজের ৫ জন দক্ষিণ আফ্রিকার ৮ জন এবং আফগানিস্তানের ১জন ক্রিকেটার।
পিএসএল এর প্লেয়ার লিস্টঃ
কোয়েটা গ্লাডিয়েটর্স-
পাকিস্তানি ক্রিকেটারঃ সরফরাজ আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, আহমেদ শেহজাদ, ওমর আকমাল, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, আহসান আলী, ফাওয়াদ আহমেদ, সোহেল খাস, আব্দুল নাসির, আরিশ খান, আজম খান ও খুররম মঞ্জুর।
বিদেশি ক্রিকেটারঃ শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া) , জেসন রয় (ইংল্যান্ড) , বেন কাটিং (অস্ট্রেলিয়া), টাইমল মিলস (ইংল্যান্ড), কিমো পল (ওয়েস্ট ইন্ডিজ)।
লাহোর কালান্দার্স-
পাকিস্তানি ক্রিকেটারঃ ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শাহীন শাহ আফ্রিদি, সোহেল আখতার, হ্যারিস রউফ, সালমান বাট, ফারজান রাজা, জাহিদ আলী, মোহাম্মদ ফায়জান ও দিলবার হোসাইন।
বিদেশি ক্রিকেটারঃ ডেভিড ভিসা (দক্ষিণ আফ্রিকা), ওসমান খান শেনওয়ারি (আফগানিস্তান), ক্রিস লিন (অস্ট্রেলিয়া), সামিত পাটেল (ইংল্যান্ড) , সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), বেন ডাঙ্ক (অস্ট্রেলিয়া), লেন্ডন সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ)।
মুলতান সুলতান-
পাকিস্তানি ক্রিকেটারঃ মোহাম্মদ ইরফান, শহীদ আফ্রিদি, জুনায়েদ খান, শান মাসুদ, আলি শফিক, মোহাম্মদ ইলিয়াস, জিশান আশরাফ, সোহেল তানভির, খুশদীল শাহ, উসমান কাদির, রোহেল নাজির ও বিলওয়াল ভাট্টি।
বিদেশি ক্রিকেটারঃ জেমস ভিন্স,(ইংল্যান্ড) মইন আলি,(ইংল্যান্ড) রাইলি রুশো, (দক্ষিন আফ্রিকা) রবি বোপারা, (ইংল্যান্ড), ফ্যাবিয়ান অ্যালেন, (ওয়েস্ট ইন্ডিজ), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)।
ইসলামাবাদ ইউনাইটেড-
পাকিস্তানি ক্রিকেটারঃ শাদাব খান, ফাহিম আশরাফ, আসিফ আলি, হুসাইন তালাত, আহমাদ বাট, রিজওয়ান হুসাইন, মুসা খান, রুম্মন রইস, জাফর গোহর, আকিফ জাভেদ, আহমেদ শফি আব্দুল্লাহ ও সাইফ বদর।
বিদেশি ক্রিকেটারঃ লুক রনকি, (নিউজিল্যান্ড) ডেল স্টেইন, (দক্ষিণ আফ্রিকা), কলিন ইনগ্রাম, (দক্ষিন আফ্রিকা) , কলিন মুনরো, (নিউজিল্যান্ড), ফিল সল্ট(ইংল্যান্ড), র্যাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)।
পেশোয়ার জালমি-
পাকিস্তানি ক্রিকেটারঃ ওয়াহাব রিয়াজ, হাসান আলি, কামরান আকমল, ইমাম উল হক, উমর আমিন, শোয়েব মালিক, মোহাম্মদ মহসীন, রাহাত আলি, আদিল আমিন, আমির খান, আমির আলি ও হায়দার আলি খান।
বিদেশি ক্রিকেটারঃ কাইরন পোলার্ড, (ওয়েস্ট ইন্ডিজ), ড্যারেন সামি,(ওয়েস্ট ইন্ডিজ), টম ব্যান্টন (ইংল্যান্ড) , লিয়াম ডসন (ইংল্যান্ড) ,ডোয়েইন প্রিটোরিয়াস (দক্ষিণ আফ্রিকা), লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড)।
করাচি কিংস-
পাকিস্তানি ক্রিকেটারঃ বাবর আজম, মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, ইফতিখার আহমেদ, আমির ইয়ামিন, উসামা মির, উমের খান, শারজিল খান, মোহাম্মদ রিজওয়ান, উমাইদ আসিফ, আলি খান, আরশাদ ইকবাল ও আওয়াইজ জিয়া।
বিদেশি ক্রিকেটারঃ অ্যালেক্স হেলস(ইংল্যান্ড) , ক্রিস জর্দান(ইংল্যান্ড), ক্যামেরুন দেলপোর্ত,(দক্ষিণ আফ্রিকা), ড্যান লরেন্স (ইংল্যান্ড), লিয়াম প্ল্যাংকেট (ইংল্যান্ড)।