পিএসএলে খেলার জন্য তর সইছে না তামিমের

সাকিব শাওন : »

করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়াই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ পর্ব মাঠে গড়াতে পারেনি। আর এই প্লে-অফে খেলার প্রস্তাব পেয়েছেন তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদ।

তামিমকে প্রস্তাব দিয়েছে লাহোরের পক্ষ থেকে। ক্রিস লিনের জায়গায় নেয়া হয়েছে তাকে। আর মঈন আলীর বদলি হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদকে রেখেছে মুলতান সুলতান্স। পিএসএলে খেলার প্রস্তাব পাওয়ায় বেশ উচ্ছ্বাসিত এই দুই ক্রিকেটার। পিএসএলে খেলার প্রস্তাব পাওয়াই সেখানে খেলার জন্য যেন তর সইছে না তামিম ইকবালের। আর টুর্নামেন্টে অংশ নেওয়াকে নিজের জন্য বেশ সম্মানের বিষয় বলে মনে করছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওয়েবসাইটে দেয়া এক বার্তায় এমনটাই জানান তামিম-রিয়াদ। তামিম বলেন, ”পিএসএলে খেলার তর সইছে না। লাহোর কালান্দার্সদের একটি দুর্দান্ত যাত্রা হয়েছিল এবং আমি এই বছর আমাদের দলকে ট্রফি জিততে সহায়তা করতে চাই।’

অন্যদিকে মাহমুদউল্লাহ জানান, ”পিএসএলে খেলা সম্মানের বিষয়। এই বছর ব্যতিক্রমী পন্থায় ক্রিকেট খেলা হচ্ছে। আমি আশা করি আমাদের ভক্তদের মুখে হাসি ফোটাতে সক্ষম হব।”

এ মাসের ১৪ তারিখ থেকে শুরু হবে পিএসএলের প্লে-অফ পর্ব। প্লে-অফে যে ৪টি দল লড়বে এরা হল- মুলতান সুলতান্স, লাহোর কালান্দার্স, করাচি কিংস এবং পেশোয়ার জালমি। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির।

 

নিউজক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »