পা‌কিস্তা‌নের বিপ‌ক্ষে বাংলা‌দে‌শের টেস্ট দল ঘোষণা, দলে নেই মুস্তা‌ফিজ!

শোয়েব আক্তার »

ধারাবা‌হিক বা‌জে পারফম্যা‌ন্সের কার‌ণে দল থে‌কে বাদ পড়ার গুঞ্জন শুনা যা‌চ্ছি‌লো মুস্তা‌ফি‌জের। অব‌শে‌ষে তা স‌ত্যি-ই হল। পা‌কিস্তা‌নের বিপ‌ক্ষে দু‌টি ও জিম্বাু‌য়ের বিপ‌ক্ষে এক‌টি টে‌স্টের জন্য ১৪ সদ‌স্যের দল ঘোষণা ক‌রে‌ছে বাংলা‌দেশ ক্রি‌কেট বোর্ড ( বি‌সি‌বি)। মুস্তা‌ফিজুর রহমান ছাড়া ভারত সি‌রি‌জে দ‌লে থাকা মিডল ওর্ডার ব্যাটসম্যান মোসা‌দ্দেক হো‌সেন সৈকত। এছাড়া ইঞ্জু‌রির কার‌ণে দ‌লে নেই ও‌পেনার ইমর‌ুল কা‌য়েস, সাদমান ইসলাম ও মে‌হে‌দি হাসান মিরাজ।

ভারত সি‌রি‌জে ছু‌টি‌তে থাকার পর দ‌লে ফি‌রে‌ছেন তারকা ও‌পেনার তা‌মিম ইকবাল। এছাড়া গেল সিরি‌জে বাদ পড়া সৌম্য সরকার পুণরায় দ‌লে ডাক পে‌য়ে‌ছেন। মুস্তা‌ফি‌জের প‌রিবর্তে অভিজ্ঞ পেসার রু‌বেল হো‌সেন গ‌লে জায়গা পে‌য়ে‌ছেন। তাছাড়া ঘ‌রোয়া লি‌গে নিয়‌মিত রান করা টপ ওর্ডার ব্যাটসম্যান নাজমুল হোস‌নে শান্ত ও দলভুক্ত হ‌য়েছেন।

‌নিরাপত্তা শঙ্কায় পা‌কিস্তান সফ‌রে যে‌তে না চাওয়ায় সর্ব‌শেষ টি-২০ সি‌রি‌জের মতো মুশ‌ফিকুর র‌হিম দ‌লে নেই। মু‌মিনুল হক সৌর‌ভের নেতৃত্বাধীন বাংলা‌দেশ টেস্ট দ‌লে অনু‌মিত ভা‌বেই আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দা‌সের ম‌তো পরী‌ক্ষিত খে‌লোয়াড়রা।

বাংলা‌দেশ টেস্ট দল: মমিনুল হক(অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল।হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, লিটন দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, আল আমিন হোসেন, রুবেল হোসেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »