পান্ডিয়ার ইঞ্জুরির কারণে স্কোয়াডে শিভম দুবে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল স্কোয়াড ঘোষণা করেছে ভারত। স্কোয়াডে ছিলেন না অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। না থাকার কারণ হিসেবে জানা যায় কোমরের  ইঞ্জুরিতে ভুগছেন তিনি। তার বদলে স্কোয়াডে ডাক পেয়েছে ২৬ বছর বয়সী তরুণ অলরাউন্ডার শিভম দুবে।

বিষয়টি নিশ্চিত করেন, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ, তিনি স্কোয়াড ঘোষণার সময় এমনটিই জানিয়েছেন।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি দলে আমাদের হার্দিক পান্ডিয়া ছিল, তবে ইঞ্জরির কারণে আমরা তাকে নিয়ে ঝুকি নিতে চাইনি। এরপর আমরা বিজয় শঙ্করকেও চেষ্টা করেছি। তার পর আমরা শিভম দুবে অলরাউন্ডার হিসেবে খেলতে প্রস্তুত মনে করি, কেননা সে আগ্রাসী ব্যাটিং করে। ভারত ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে দারুণ খেলেছে।’

টি-টোয়েন্টি স্কোয়াডঃ- রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেট রক্ষক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মনীশ পাণ্ডে, শ্রেয়াস আয়ার, শিভাম দুবে, সঞ্জু স্যামসন, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর।

উল্লেখ্য, নভেম্বরে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৭ ও ১০ নভেম্বর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »